চেন্নাই: আইপিএলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় গাঁট কী? জবাবের জন্য বিন্দুমাত্র অপেক্ষা করতে হবে না। নাইট সমর্থকেরা চোখ বন্ধ করে বলে দেবেন, মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর বনাম মুম্বই দ্বৈরথ আইপিএলের অন্যতম বড় আকর্ষণ। কেকেআর মালিক শাহরুখ খানও বরাবরই এই একটা ম্য়াচ মনেপ্রাণে জিততে চেয়েছেন। শোনা যায়, একবার তিনি মরিয়া হয়ে দলের ক্রিকেটারদের কাছে রীতিমতো কাকুতি করেছিলেন, এই শহর (পড়ুন মুম্বই) আমাকে বাদশা বলে ডাকে, এই একটা ম্যাচ তোমরা জেতো।


মঙ্গলবার সেই মুম্বইয়ের বিরুদ্ধে নামছে নাইটরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে গিয়েছেন রোহিত শর্মারা। অবশ্য এটাও যেন দস্তুর। ২০১৩ সাল থেকে টানা টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরেছে মুম্বই। আর এই সময়ের মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে। তাই প্রথম ম্যাচের হার নিয়ে খুব একটা ভাবার কথা নয় মুম্বইয়ের।


বরং কেকেআর শিবির প্রথম ম্যাচ জিতলেও চিন্তায় থাকবে মুম্বইয়ের বিরুদ্ধে তাদের রেকর্ড নিয়ে। আইপিএলে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। তাতে মুম্বই মোট ২১ বার জিতেছে। কেকেআর ভক্তদের কাছে আরও আতঙ্কের তথ্য হচ্ছে, শেষ দশবারের সাক্ষাতে ৯ বার হেরেছে নাইটরা। 


মঙ্গলবার মুম্বই দলে ফিরতে পারেন কুইন্টন ডি'কক। তাঁর কোয়ারেন্টিন পর্ব মিটে গিয়েছে। তবে ক্রিস লিন প্রথম ম্য়াচে রান পেয়েছেন। তাঁকে বসানো হবে কি না, তা নিয়ে চর্চা চলছে। মুম্বইয়ের প্রথম ম্যাচের বাকি দল অপরিবর্তিত থাকতে পারে।


কেকেআরও সম্ভবত প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশনই ধরে রাখবে।


সম্ভাব্য দল


কলকাতা নাইট রাইডার্স: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, অইন মর্গ্য়ান (অধিনায়ক), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, প্রসিদ্ধ কৃষ্ণ, প্যাট কামিন্স, হরভজন সিংহ ও বরুণ চক্রবর্তী।


মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), ক্রিস লিন/কুইন্টন ডি'কক, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য, রাহুল চাহার, মার্কো জানসেন, ট্রেন্ট বোল্ট ও যশপ্রীত বুমরা।