MI vs KKR, IPL 2023 Live: কাজে এল না বেঙ্কটেশের সেঞ্চুরি, ৫ উইকেটে কেকেআরকে হারাল মুম্বই
IPL 2023, Match 22, MI vs KKR: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩১ ম্যাচে কেকেআর মাত্র নয়টি ম্যাচ জিতেছে, হেরেছে ২২টি ম্যাচ।
৫ উইকেটে জয় মুম্বইয়ের। টানা ২ ম্যাচ হার কেকেআরের।
৪৩ রানে ফিরলেন সূর্যকুমার যাদব। তবে জয়ের দোরগোড়ায় মুম্বই।
২৫ বলে ৫৮ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে ফিরলেন ঈশান কিষাণ।
মুম্বইয়ের প্রথম উইকেটের পতন। ২০ রান করে সুয়াশ শর্মার বলে ক্যাচ আউট হলেন রোহিত শর্মা। দুর্দান্ত ক্যাচ নিলেন উমেশ যাদব।
মাত্র ৪ ওভারেই বোর্ডে পঞ্চাশের বেশি রান তুলে ফেলল মুম্বই।
মাত্র ৩ ওভারে বিনা উইকেট হারিয়ে ৩৫ রান বোর্ডে তুলল মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাট করছেন রোহিত-ঈশান জুটি।
ব্যাট করতে নামল মুম্বই। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামলেন রোহিত শর্মা।
নির্ধারিত ২০ ওভারে ১৮৫/৬ তুলল কেকেআর। ২১ রানে অপরাজিত রইলেন আন্দ্রে রাসেল। ২ রান করেন সুনীল নারাইন।
শতরানের দোরগোড়ায় ব্যাট করছেন বেঙ্কটেশ আইয়ার। তাঁর সংগ্রহ ৯৭, রিঙ্কু ৬ রানে খেলছেন। ১৫ ওভার শেষে কেকেআরের স্কোর ১৪০/৪।
গত ম্যাচে মাত্র পাঁচ বল করেছিলেন, ব্যাটিংয়েও নেমেছিলেন নীচের দিকে। তবে আজ শার্দুল ঠাকুরকে পাঁচ নম্বরে ব্যাট করতে নামিয়েছিল কেকেআর ম্যানেজমেন্ট। সেই পরীক্ষা অবশ্য সফল হল না। ১১ বলে মাত্র ১৩ রানেই সাজঘরে ফিরতে হল তাঁকে। ১৩ ওভার শেষে কেকেআরের স্কোর ১২৪/৪।
রাইলি মেরেডিথের বিরুদ্ধে ১১তম ওভারে নাগাড়ে দুই ছক্কা হাঁকিয়ে কেকেআরকে শতরানের গণ্ডি পার করালেন বেঙ্কটেশ আইয়ার। ১১ ওভার শেষে বর্তমানে কেকেআরের স্কোর ১০৪/৩। বেঙ্কটেশ ৭৬ ও শার্দুল ৫ রানে ব্যাট করছেন।
গত ম্যাচে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন, তবে নিজের প্রাক্তন দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ৫ রানে সাজঘরে ফিরতে হল তাঁকে। বড় শট মারতে গিয়ে লগ অনে ক্যাচ দিয়ে আউট হলেন তিনি। আউট হয়ে বোলার ঋত্বিক শোকিনের সঙ্গে ঝামেলাতেও জড়ান নীতীশ। ৮.১ ওভারে কেকেআরের স্কোর ৭৩/৩।
পাওয়ার প্লের ছয় ওভার শেষে কেকেআরের স্কোর দুই উইকেটের বিনিময়ে ৫৭ রান। এই ওভারেই পীযূষ চাওলার বলে ৮ রানে আউট হলেন রহমনুল্লাহ গুরবাজ। বেঙ্কটেশ আইয়ার ৩৯ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন।
৩ ওভার শেষে কেকেআরের স্কোর এক উইকেটের বিনিময়ে ২৫ রান। ক্যামেরন গ্রিনের বলে জগদীশন শূন্য রানে আউট হলেও, বেঙ্কটেশ আইয়ার শুরুটা বেশ ভালই করেছেন। তিনি আপাতত ১৩ রানে ব্যাট করছেন। গুরবাজ খেলছেন ৫ রানে।
কেকেআরের বিরুদ্ধে অবশেষে নিজের আইপিএল অভিষেক ঘটাচ্ছেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর। গত ম্যাচ থেকে কেকেআরের দলে কোনওরকম বদল করা হয়নি।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক সূর্যকুমার যাদব। রোহিত শর্মা পেটের সমস্যায় ভুগছেন বলে তিনি এই ম্যাচে খেলবেন না বলে জানান সূর্য।
প্রেক্ষাপট
মুম্বই: ঘুরে দাঁড়ানোর লড়াই। ইজ্জতের লড়াই। লড়াই ক্লান্তির বিরুদ্ধেও। রবিবার বিকেলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ক্রিকেটীয় যুদ্ধের পাশাপাশি মাঠের বাইরের তিন দ্বৈরথও অপেক্ষা করে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের জন্য।
ঘুরে দাঁড়ানোর লড়াই কারণ, টানা ২ ম্যাচ জেতার পর ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়েছে নাইটদের (KKR)। খানিকটা অপ্রত্যাশিতভাবেই। যে দলের সেরা তারকার নাম কোচ ব্রায়ান লারা, সেই অনভিজ্ঞ হায়দরাবাদই ইডেন গার্ডেন্সে কেকেআরের থেকে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়ে গিয়েছে। সেই ধাক্কা কাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ কেকেআরের।
ইজ্জতের লড়াই কারণ, মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচকে বরাবর আলাদা গুরুত্ব দিয়ে থাকে নাইট শিবির। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের রেকর্ড ভাল নয়। দুই দল মোট ৩১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২২টি ম্যাচ জিতেছে মুম্বই। মাত্র ৯ ম্যাচ জিতেছে কেকেআর। এমনকী মুম্বইয়ের বিরুদ্ধে ৬৭ রানে অল আউট হয়ে যাওয়ার লজ্জাও রয়েছে কেকেআরের। একটা সময় মুম্বইয়ের কাছে হারতে হারতে এতটাই বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন শাহরুখ খান যে, দলের ক্রিকেটারদের কাছে রীতিমতো আর্তি জানিয়েছিলেন। বলেছিলেন, এই শহর আমাকে বাদশা বলে ডাকে। এখানে অন্তত একবার জিতে দেখাও।
লড়াই ক্লান্তির বিরুদ্ধে কারণ, ৪৮ ঘণ্টার মধ্যে দুটি ম্যাচ খেলতে হচ্ছে নাইটদের। তাও দুই শহরে। শুক্রবার কলকাতায়। রবিবার মুম্বইয়ে। আগের দিনের ম্যাচ খেলার ক্লান্তি নিয়েও শনিবার মুম্বই গেল কেকেআর। প্রস্তুতির সুযোগ নেই। নীতীশ রানারা সরাসরি ম্যাচে নামবেন রবিবার। যেখানে মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচের আগে পাঁচদিন বিশ্রাম পেয়েছে।
তবে মাঠের বাইরের তিন কাঁটার মধ্যে কেকেআরের সবচেয়ে বড় স্বস্তি, আন্দ্রে রাসেলের ফিট হয়ে যাওয়া। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের মাঝখানে চোটের জন্য বেরিয়ে যেতে হয়েছিল। পরে কেকেআর শিবির থেকে বলা হয়, পেশির টান রয়েছে রাসেলের। শনিবার কেকেআর শিবির থেকে জানানো হল, অতিরিক্ত গরমে ডিহাইড্রেশনের জন্য পেশির টান ধরেছিল রাসেলের। তবে ক্যারিবিয়ান তারকা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। মুম্বইয়ে দলের সঙ্গেই রয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবেনও।
নাইটদের স্বস্তি দেবে মুম্বইয়ের ফর্মও। প্রথম দুই ম্যাচ হারার পর আগের ম্যাচে টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে মুম্বই। অন্যদিকে, কেকেআর ৪ ম্যাচের মধ্যে ২টি জিতেছে। আগের ম্যাচে হারলেও, ২২৯ তাড়া করতে নেমে দুশোর ওপর রান করেছিল। অন্যদিকে, মুম্বইয়ের উদ্বেগ চোট-আঘাত। দলের সেরা বোলার যশপ্রীত বুমরা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। জোফ্রা আর্চার কনুইয়ের সমস্যায় কাবু। তিনি খেলতে না পারলে রাইলি মেরিডিথ সুযোগ পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -