MI vs PBKS, IPL 2023 Live: চাপের মুখে অনবদ্য অর্শদীপ, মুম্বই ইন্ডিয়ান্সকে ১৩ রানে হারাল পাঞ্জাব কিংস

 MI vs PBKS: এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৯ ম্যাচ খেলেছে ২ দল। তার মধ্যে ১৫টি ম্যাচ জিতেছে মুম্বই, অন্যদিকে ১৪ ম্যাচ জিতেছে পাঞ্জাব শিবির। 

ABP Ananda Last Updated: 22 Apr 2023 11:23 PM
MI vs PBKS Live: অর্শদীপের সুবাদে জয়

শেষ ওভারে দুরন্তভাবে চাপের একের পর এক ইয়র্কার করে পাঞ্জাবকে কাঙ্খিত জয় এনে দিলেন অর্শদীপ সিংহ। শেষ ওভারে তিনি মাত্র ২ রান খরচ করে ২ উইকেট তুলে নেন। ১৩ রানে জয় পেল পাঞ্জাব কিংস।

MI vs PBKS Live Score: অর্ধশতরানের পর আউট

দুরন্ত অর্ধশথকানের পরেই সাজঘরে ফিরলেন সূর্যকুমার যাদব। ২৬ বলে ৫৭ রান করেন সূর্য। তাঁকে অর্শদীপ সিংহ সাজঘরে ফেরান। ১৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৮৪/৪। 

MI vs PBKS Live: ছন্দে সূর্য

ব্যাট হাতে সূর্যকুমার যাদবকে বেশ ছন্দে দেখাচ্ছে। তিনি শুরুটা ভালই করেছেন। ১৩ বলে ২৭ রানে ব্যাট করছেন সূর্য। ১৩ ওভার শেষে মুম্বইয়ে স্কোর ১১৮/২।

MI vs PBKS Live Score: বড় সাফল্য

দুরন্ত ছন্দে দেখানো রোহিত শর্মাকে ৪৪ রানে সাজঘরে ফেরালেন লিয়াম লিভিংস্টোন। ৭৬ রানের দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ ভাঙল। ১০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৮৮/২। বর্তমানে ক্রিস গ্রিন ৩৯ রানে ও সূর্যকুমার ১ রানে ব্য়াট করছেন। মুম্বইয়ের জয়ের ৬০ বলে আরও ১২৭ রানের প্রয়োজন।

MI vs PBKS Live: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের ছয় ওভার শেষে এক উইকেট হারালেও ৫৪ রান তুলে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত ২৬ ও ক্যামেরন গ্রিন ২৪ রানে ব্যাট করছেন।

MI vs PBKS Live Score: প্রথম সাফল্য

ইশান কিষাণকে ১ রানে সাজঘরে ফিরিয়ে পাঞ্জাবকে প্রথম সাফল্য এনে দিলেন অর্শদীপ সিংহ। ৮ রানে প্রথম উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স।

MI vs PBKS Live: মুম্বইয়ের লক্ষ্য ২১৫

মুম্বইয়ের বিরুদ্ধে ডেথ ওভারে দুরন্ত ব্যাটিং করে পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ২১৪/৮ রান তুলল। মুম্বইকে জয়ের জন্য কিন্তু বেশ কসরত করতে হবে।

MI vs PBKS Live Score: দুরন্ত ইনিংসের সমাপ্তি

এক দুরন্ত কিন্তু প্রভাবশালী ইনিংস সমাপ্ত করলেন জেসন বেরেনডর্ফ। মাত্র ৭ বলে ২৫ রান করা জীতেশ শর্মাকে সাজঘরে ফেরালেন তিনি। 

MI vs PBKS Live: অবশেষে ভাঙল পার্টনারশিপ

অবশেষে কারান ও হরপ্রীতের বিধ্বংসী পার্টনারশিপ ভাঙল। নিখুঁত ইয়র্কারে হরপ্রীতের উইকেট ভেঙে দিলেন ক্যামেরন গ্রিন। ২৮ বলে ৪১ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ১৮ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৮৭/৫। তবে ব্যাট হাতে নেমেই জীতেশ শর্মা নিজের প্রথম দুই বলে দুই ছক্কা হাঁকান। 

MI vs PBKS Live Score: অর্ধশতরানের পার্টনারশিপ

পাঞ্জাবের হয়ে পঞ্চম উইকেটে ৩৮ বলে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেললেন হরপ্রীত সিংহ ও স্যাম কারান। দুইজনে মিলেই পাঞ্জাবের ইনিংসকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অর্জুন তেন্ডুলকরের ওভারে ৩১ রান উঠল। ১৬ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৪৯/৪। কারান ২৮ ও হরপ্রীত ৩৪ রানে ব্যাট করছেন।

MI vs PBKS Live: মন্থর গতিতে এগোচ্ছে ইনিংস

পীযূষ চাওলা একই ওভারে লিভিংস্টোনকে ১০ ও অর্থব তাইডে ২৯ রানে সাজঘরে ফেরানোর পর পাঞ্জাবের রানের গতি অনেকটাই কমে গিয়েছে। শেষ তিন ওভারে মাত্র ১৪ রান তুলেছে পাঞ্জাব। ১৩ ওভার শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৯৭/৪। 

MI vs PBKS Live Score: প্রথম সাফল্য

ম্যাথিউ শর্টকে ১১ রানে সাজঘরে ফিরিয়ে পাঞ্জাব কিংসকে প্রথম ধাক্কা দিলেন ক্যামেরন গ্রিন। ১৮ রানে পাঞ্জাব প্রথম উইকেট হারাল। ৩ ওভার শেষে কিংসের স্কোর ২০/১।

MI vs PBKS Live: ভাল প্রথম ওভার

বল হাতে শুরুটা বেশ ভালই করলেন অর্জুন তেন্ডুলকর। প্রথম ওভারে মাত্র পাঁচ রান খরচ করলেন তিনি। 

MI vs PBKS Live Score: টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। মুম্বইয়ের একাদশে অবশেষে ফিরলেন জোফ্রা আর্চার। 

প্রেক্ষাপট

মুম্বই: শুরুটা একদমই ভাল হয়নি। কিন্তু এরপর টানা জয়ের হ্যাটট্রিক। মুম্বই ইন্ডিয়ান্স ফের ফিরে এসেছে তাঁদের জয়ের ট্র্যাকে। পাঁচ ম্যাচ খেলে তিন ম্য়াচে জিতে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে উঠে এসেছে রোহিত শর্মার দল। অন্যদিকে সমসংখ্যক জয় পেলেও একটি ম্যাচ বেশি খেলেছে পাঞ্জাব কিংস। তাই তারা এই মুহূর্তে ৭ নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলের। আজ যে জিতবে, সেই অন্য দলকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে। 


সূর্যকুমার যাদব ফর্মে ফেরার সঙ্গে সঙ্গেই দলের পারফরম্যান্সও বদলে গিয়েছে। ওপেনিংয়ে রোহিত-ঈশান জুটি ধারাবাহিকভাবে ভাল খেলছেন। এছাড়া মিডল অর্ডারে সূর্যকুমারের সঙ্গে তিলক ভার্মার ধারাবাহিকতা মুম্বইয়ের সম্পদ। ক্যামেরন গ্রিনের অলরাউন্ড পারফরম্যান্স ভারসাম্য জুগিয়েছে দলে। এছাড়া টিম ডেভিডের ঝোড়ো ব্যাটিং প্লাস পয়েন্ট। বোলিং ডিপার্টমেন্টে জেসন বেহেরনডর্ফের বোলিং বুমরার অভাব বুঝতে দিচ্ছে না। পাওয়ার প্লে-তে উইকেট তুলে নিচ্ছেন অজি পেসার। 


পাঞ্জাব কিংস তাঁদের এবারের আইপিএল অভিযান শুরু করেছিল পরপর ২ ম্যাচ জিতে। কিন্তু এরপরের চারটি ম্যাচে একটি ম্য়াচে জয় পেয়েছে শিখর ধবনের দল। আগের ম্যাচে আরসিবির বিরুদ্ধে অবশ্য চোটের জন্য ধবন খেলতে পারেননি। অধিনায়কত্ব করেছিলেন স্য়াম কারান।  মিডল অর্ডারে ম্যাথু শর্ট ও লিয়াম লিভিংস্টোনের ব্য়াটের দিকে তাকিয়ে থাকবে পাঞ্জাব শিবির। বিশেষ করে লিভিংস্টোন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এখনও। বোলিং ডিপার্টমেন্টে রোহিত শর্মাকে আটকানোর দায়িত্ব থাকবে কাগিসো রাবাডার ওপর। এই ডুয়েল কিন্তু ২২ গজে আলাদা উত্তেজনা ছড়াবে।


এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৯ ম্যাচ খেলেছে ২ দল। তার মধ্যে ১৫টি ম্যাচ জিতেছে মুম্বই, অন্যদিকে ১৪ ম্যাচ জিতেছে পাঞ্জাব শিবির। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.