MI vs RCB, IPL 2023 Live: ডুপ্লেসি-ম্যাক্সওয়েলের জবাবে অর্ধশতরান হাঁকিয়ে মুম্বইকে ৬ উইকেটে জেতালেন সূর্য-নেহাল

IPL 2023, Match 54, MI vs RCB: দুই দলের গত সাক্ষাৎকারে বিরাট কোহলির ৮২ ও ডুপ্লেসির ৭৩ রানে ভর করে আট উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল আরসিবি।

ABP Ananda Last Updated: 09 May 2023 11:16 PM
MI vs RCB Live Score: দুরন্ত জয়

সূর্যকুমারের ঝোড়ো ৮৩ রানের ইনিংস ও নেহাল ওয়াদেরার ৫২ রানের ইনিংসে ২১ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

MI vs RCB Live: তড়তড়িয়ে এগচ্ছে মুম্বই

২০০ রান তাড়া করতে নেমে তড়তড়িয়ে এগচ্ছে মুম্বই ইনিংস। একই ওভারে দুই ওপেনারকে হারালেও পল্টনদের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন সূর্যকুমার ও নেহাল ওয়াদেরা। ১১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১১৪/২। মুম্বইয়ের জয়ের জন্য ৫৪ বলে ৮৫ রান প্রয়োজন।

MI vs RCB Live Score: মোড় ঘোরানো ওভার

দুর্দান্ত ছন্দে ব্যাট করছিলেন মুম্বইয়ের ওপেনাররা। কিন্তু বল হাতে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রথমে ৪২ রানে ঈশান কিষাণকে ফেরান তিনি, পরে একই ওভারে রোহিত শর্মাকেও ৭ রানে ফেরালেন হাসারাঙ্গাই। ৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫২/২।

MI vs RCB Live: দু'শো হল না

ডুপ্লেসি ও ফাফের শতরানের পার্টনারশিপের পর দীনেশ কার্তিকের আগ্রাসী ব্যাটিংয়েও দু'শো রানের গণ্ডি পার করতে পারল না আরসিবি। নির্ধারিত ২০ ওভারে ১৯৯/৬ তুলল ফাফের দল।

MI vs RCB Live Score: দুরন্ত ইনিংসের সমাপ্তি

ডুপ্লেসির ৬৫ রানের দুরন্ত ইনিংস অবশেষে সমাপ্ত হল। ক্যামেরন গ্রিনের বলে ৬৫ রানে সাজঘরে ফিরলেন ডুপ্লেসি। আরসিবির হয়ে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে কেদার যাদব মাঠে নামলেন। ১৫ ওভার শেষে আইপিএলের স্কোর ১৫২/৫।

MI vs RCB Live: ফের মুম্বইয়ের ত্রাতা বেরেনডর্ফ

প্রয়োজনের সময় ফের মুম্বইয়ের ত্রাতা হয়ে উঠলেন জেসন বেরেনডর্ফ। ম্যাক্সওয়েল-ডুপ্লেসির ১২০ রানের পার্টনারশিপ ভাঙলেন বেরেনডর্ফ। এই ম্যাচে এই নিয়ে তিন উকেট নিলেন তিনি। ১৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৪০/৩।

MI vs RCB Live Score: ঝোড়ে হাফসেঞ্চুরি

মাত্র ২৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। তড়তড়িয়ে এগচ্ছে আরসিবির ব্যাটিং ইনিংসও। মাত্র ১০ ওভারেই শতরানের গণ্ডি পার করে ফেলল আরসিবি। ১০ ওভার শেষে আরসিবির স্কোর ১০৪/২। বর্তমানে ম্যাক্সওয়েল ৫১ ও ডুপ্লেসি ৪৪ রানে ব্যাট করছেন। 

MI vs RCB Live: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ম্যাক্সওয়েল, ডুপ্লেসির ব্যাটিং দৌরাত্ম্যে আরসিবি পাওয়ার প্লের ছয় ওভারে ৫৬ রান তুলল।

MI vs RCB Live Score: ছন্দে ফাফ

কোহলির পর অনুজ রাওয়াতকেও মাত্র ছয় রানে সাজঘরে ফেরত পাঠান বেরেনডর্ফ। তবে আরসিবির হয়ে দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসি বেশ ছন্দে রয়েছেন। ইতিমধ্যেই ১৮ রান করে ফেলেছেন তিনি। চার ওভার শেষে আরসিবির স্কোর ২৯/২।

MI vs RCB Live: ব্যর্থ বিরাট

প্রথম ওভারেই মুম্বইকে বিরাট বড় সাফল্য এনে দিলেন জেসন বেরেনডর্ফ। মাত্র ১ রানে বিরাট কোহলিকে সাজঘরে ফেরালেন তিনি। প্রথম ওভার শেষে আরসিবির স্কোর ৩/১।

MI vs RCB Live Score: টস জিতলেন রোহিত

আরসিবির বিরুদ্ধে ওয়াংখেড়ে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার। পল্টনদের হয়ে অভিষেক ঘটাচ্ছেন ক্রিস জর্ডন।

প্রেক্ষাপট

মুম্বই: মঙ্গলবারের মেগা ডুয়েলে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। বিরাট কোহলি (Virat Kohli) - রোহিত শর্মাদের (Rohit Sharma) মধ্যে কে প্লে-অফের লড়াইয়ে এগিয়ে যাবে, সেদিকেই নজর সবার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) আইপিএলের (IPL) মেগা ডুয়েলে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআরের মতোই দুই দলই ১০ পয়েন্টে দাঁড়িয়ে। তবে দুই ফ্র্যাঞ্চাইজি দলই ১০ টি করে ম্যাচে খেলেছে। রান রেটের বিচারে এগিয়ে থাকায় আরসিবি ছয় নম্বরে ও মুম্বই ইন্ডিয়ান্স এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট তালিকায় আট নম্বরে রয়েছে। তাই দুই ফ্র্যাঞ্চাইজির কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খেলা।


রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে জোড়া ম্যাচে ২০০-র বেশি রান তাড়া করে টানা দুটো ম্যাচে জেতার পর অবশ্য চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে আইপিএলে তাদের শেষ ম্যাচে হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। অপরদিকে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচে হোঁচট খেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও (Royal Challengers Bangalore)। তাই মুম্বই-ব্যাঙ্গালোর ম্যাচে কাদের পাল্লা ভারী হয়, নজর থাকবে সেদিকেই। যে ম্যাচের ঠিক আগে জোফ্রা আর্চারের পরিবর্ত হিসেবে ক্রিস জর্ডনকে দলে নেওয়ার ঘোষণা জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। তবে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ থেকেই ক্রিস জর্ডন মুম্বই জার্সিতে খেলতে নামবেন কি না, তা অবশ্য পরিষ্কার নয়। 


ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ তাঁর দখলে রেখেছেন। এবারের আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান তাঁর ঝুলিতে। ছন্দে চলছে বিরাট কোহলির ব্যাটও। উল্টোদিকে, সেভাবে চলছে না রোহিত শর্মার ব্যাট। তাই মুম্বইয়ের অধিনায়ক আইপিএলের গ্রুপপর্বের একেবারে শেষ দিকে ছন্দে ফেরেন কি না, সেদিকেও থাকবে নজর। উল্টোদিকে, দারুণ ছন্দে থাকার পাশাপাশি বোলারদের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকা রয়েছেন আরসিবি-র মহম্মদ সিরাজ ও এমআইয়ের পীযূষ চাওলা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.