MI vs RR Final Score: ১৩৬ অলআউট রাজস্থান, ৫৭ রানে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে মুম্বই

আইপিএল-এ টানা চার ম্যাচে মুম্বইকে হারিয়েছে রাজস্থান।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Oct 2020 11:29 PM
মুম্বইয়ের হয়ে অসাধারণ বোলিং করেন জসপ্রীত বুমরাহ। এই ডানহাতি পেসার ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন। ট্রেন্ট বোল্ট ও জেমস প্যাটিনসন দু’টি করে উইকেট নেন। রাহুল চাহার ও কাইরন পোলার্ড একটি করে উইকেট নেন।
মুম্বই ইন্ডিয়ান্সের ৪ উইকেটে ১৯৩ রানের জবাবে ১৮.১ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে গেল রাজস্থান রয়্যালস। লড়াই করলেন একমাত্র জোশ বাটলার। তিনি ৪৪ বলে ৭০ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন রাজস্থানের সামান্য হলেও জয়ের আশা ছিল। কিন্তু তিনি ফিরে যাওয়ার পরেই মুম্বইয়ের জয় নিশ্চিত হয়ে যায়।
2nd Innings, Rajasthan Royals: ১৮ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৩৬/৯। রাজপুত ২, ত্যাগী ০।
2nd Innings, Rajasthan Royals: ১৭ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১২৪/৮। আর্চার ১৩, রাজপুত ১।
১৬-তম ওভারে প্রথমে রাহুল তেওয়াটিয়া এবং পরে শ্রেয়স গোপালের উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরাহ। মুম্বইয়ের জয় প্রায় নিশ্চিত।
2nd Innings, Rajasthan Royals: ১৬ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১১৫/৮। আর্চার ৫, রাজপুত ০।
2nd Innings, Rajasthan Royals: ১৫ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১১৩/৬। তেওয়াটিয়া ৫, আর্চার ৪।
১৫ রান করে কাইরন পোলার্ডের বলে হার্দিক পাণ্ড্যর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন টম কারান। ৬ উইকেট হারাল রাজস্থান।
2nd Innings, Rajasthan Royals: ১৪ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১০২/৫। কারান ৯, তেওয়াটিয়া ৪।
৪৪ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হলেন জোশ বাটলার। জেমস প্যাটিনসনের বলে অসাধারণ ক্যাচ নিলেন কাইরন পোলার্ড। ৫ উইকেট হারাল রাজস্থান রয়্যালস।
2nd Innings, Rajasthan Royals: ১৩ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৯৭/৪। বাটলার ৭০, কারান ৮।
2nd Innings, Rajasthan Royals: ১২ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৮৪/৪। বাটলার ৫৯, কারান ৬।
2nd Innings, Rajasthan Royals: ১১ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৭৪/৪। বাটলার ৫১, কারান ৪।
2nd Innings, Rajasthan Royals: ১০ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৬৩/৪। বাটলার ৪৩, কারান ২।
2nd Innings, Rajasthan Royals: ৯ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৫১/৪। বাটলার ৩২, কারান ১।
রাহুল চাহারের বলে অসাধারণ ক্যাচ নিয়ে মহীপাল লোমররকে ফেরালেন পরিবর্ত ফিল্ডার অনুকূল রায়। ৪২ রানে ৪ উইকেট হারাল রাজস্থান রয়্যালস।

2nd Innings, Rajasthan Royals: ৮ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৪২/৩। বাটলার ২৪, লোমরর ১১।
2nd Innings, Rajasthan Royals: ৭ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৩৫/৩। বাটলার ১৯, লোমরর ১০।
2nd Innings, Rajasthan Royals: ৬ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৩১/৩। বাটলার ১৬, লোমরর ৯।
2nd Innings, Rajasthan Royals: ৫ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ২৩/৩। বাটলার ১৫, লোমরর ২।
2nd Innings, Rajasthan Royals: ৪ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৬/৩। বাটলার ১০, লোমরর ০।
ট্রেন্ট বোল্টের দ্বিতীয় ওভারে কোনও রান না করেই ফিরে গেলেন সঞ্জু স্যামসন। ১২ রানে ৩ উইকেট হারাল রাজস্থান রয়্যালস।
2nd Innings, Rajasthan Royals: ২ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৭/২। বাটলার ১, স্যামসন ০।
৬ রান করেই জসপ্রীত বুমরাহর বলে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। তৎপরতার সঙ্গে ক্যাচ নেন ডি কক। ২ ওভারে ২ উইকেট হারিয়ে প্রবল চাপে রাজস্থান।
2nd Innings, Rajasthan Royals: প্রথম ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৫/১। বাটলার ০, স্মিথ ৫।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারাল রাজস্থান রয়্যালস। কোনও রান না করেই ট্রেন্ট বোল্টের বলে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন যশস্বী জয়সোয়াল।
1st Innings, Mumbai Indians: ২০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৯৩/৪। সূর্যকুমার ৭৯, হার্দিক ৩০।
1st Innings, Mumbai Indians: ১৯ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৭৬/৪। সূর্যকুমার ৭৩, হার্দিক ২০।
1st Innings, Mumbai Indians: ১৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৬১/৪। সূর্যকুমার ৬৬, হার্দিক ১৭।
1st Innings, Mumbai Indians: ১৭ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৪২/৪। সূর্যকুমার ৫৬, হার্দিক ৮।
1st Innings, Mumbai Indians: ১৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৩৩/৪। সূর্যকুমার ৫২, হার্দিক ৩।
1st Innings, Mumbai Indians: ১৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১২৫/৪। সূর্যকুমার ৪৬, হার্দিক ১।
আজকের ম্যাচে প্রথম উইকেট নিলেন রাজস্থান রয়্যালসের তারকা পেসার জোফ্রা আর্চার। তিনি ১৪-তম ওভারের শেষ বলে ফেরালেন ক্রুণাল পাণ্ড্যকে (১২)। ১১৭ রানে ৪ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স।
1st Innings, Mumbai Indians: ১৪ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১১৭/৪। সূর্যকুমার ৪০।
1st Innings, Mumbai Indians: ১৩ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১১৫/৩। সূর্যকুমার ৩৯, ক্রুণাল ১১।
1st Innings, Mumbai Indians: ১২ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১০৪/৩। সূর্যকুমার ৩৭, ক্রুণাল ২।
1st Innings, Mumbai Indians: ১১ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৯২/৩। সূর্যকুমার ২৬, ক্রুণাল ১।
1st Innings, Mumbai Indians: ১০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৯০/৩। সূর্যকুমার ২৫, ক্রুণাল ০।
প্রথম বলেই আউট ঈশান কিষাণ। পরপর ২ বলে ২ উইকেট নিলেন শ্রেয়স গোপাল। ৩ উইকেট হারিয়ে চাপে মুম্বই।
৩৫ রান করে শ্রেয়স গোপালের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ক্যাচ দিয়ে আউট হলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় উইকেট হারাল মুম্বই।
1st Innings, Mumbai Indians: ৯ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮৮/১। রোহিত ৩৫, সূর্যকুমার ২৪।
1st Innings, Mumbai Indians: ৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৭৬/১। রোহিত ৩৫, সূর্যকুমার ১২।
1st Innings, Mumbai Indians: ৭ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৬৫/১। রোহিত ২৯, সূর্যকুমার ৭।
1st Innings, Mumbai Indians: ৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫৭/১। রোহিত ২৫, সূর্যকুমার ৬।
আইপিএল-এ স্বপ্নের অভিষেক তরুণ পেসার কার্তিক ত্যাগীর। প্রথম ওভারেই তিনি ফিরিয়ে দিলেন কুইন্টন ডি কককে। ২৩ রান করে আউট হলেন ডি কক। প্রথম উইকেট হারাল মুম্বই।
1st Innings, Mumbai Indians: ৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫০/১। রোহিত ২৫, সূর্যকুমার ১।
1st Innings, Mumbai Indians: ৪ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪১/০। রোহিত ১৮, ডি কক ২২।
1st Innings, Mumbai Indians: ৩ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২৯/০। রোহিত ১৭, ডি কক ১১।
1st Innings, Mumbai Indians: ২ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৪/০। রোহিত ৬, ডি কক ৭।
1st Innings, Mumbai Indians: প্রথম ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১০/০। রোহিত ৪, ডি কক ৫।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নামলেন অধিনায়ক রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। রাজস্থান রয়্যালসের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন অঙ্কিত রাজপুত।
রাজস্থান রয়্যালস দল- জোশ বাটলার, যশস্বী জয়সোয়াল, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, মহিপাল লোমর, রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, টম কারান, শ্রেয়স গোপাল, অঙ্কিত রাজপুত ও কার্তিক ত্যাগী।
মুম্বই ইন্ডিয়ান্স দল- রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ড্য, কাইরন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।

প্রেক্ষাপট

আবু ধাবি: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএল-এ ২০১৫ থেকে রাজস্থানকে হারাতে পারেনি মুম্বই। ২০১৬ ও ২০১৭ মরসুমে সাসপেন্ড ছিল রাজস্থান। ২০১৮ মরসুমে প্রত্যাবর্তনের পর থেকে টানা চারবার মুম্বইকে হারিয়ে দিয়েছে স্টিভ স্মিথের দল। ফলে আজ বদলা নেওয়ার লড়াই রোহিতদের। তাঁদের দলে কোনও বদল হয়নি। অন্যদিকে, রাজস্থান দলে তিনটি বদল হয়েছে। খেলছেন অঙ্কিত রাজপুত, যশস্বী জয়সোয়াল ও কার্তিক ত্যাগী। বাদ পড়েছেন রবিন উথাপ্পা, রিয়ান পরাগ ও জয়দেব উনাদকাট।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.