MI vs RR, IPL 2023 Live: শেষ ওভারে তিনটি ছক্কা ডেভিডের, রাজস্থানকে হারাল মুম্বই

IPL 2023, Match 42, MI vs RR: মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টের শুরুটা দুইটি পরাজয় দিয়ে করে। মাঝে তিনটি ম্যাচ জিতলেও, বিগত দুই ম্যাচে ফের পরাজিত হয়েছে পল্টনরা। আপাতত লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে তারা।

ABP Ananda Last Updated: 30 Apr 2023 11:55 PM

প্রেক্ষাপট

আজ সপ্তাহান্তে দিনের দ্বিতীয় আইপিএল (IPL 2023) ম্যাচ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI vs RR)। আজ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন, তার উপর সদ্যই তিনি মুম্বই...More

MI vs RR Live Score: মুম্বইকে জয় এনে দিলেন ডেভিড

শেষ ওভারে পরপর ৩ বলে তিনটি ছক্কা হাঁকিয়ে মুম্বইয়কে জয় এনে দিলেন টিম ডেভিড।