MI vs SRH Final Score: হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল মুম্বই
আইপিএল-এ আজ রোহিত শর্মা-ডেভিড ওয়ার্নারের লড়াই।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
04 Oct 2020 07:44 PM
2nd Innings, Sunrisers Hyderabad: ২০ ওভারে হায়দরাবাদ আটকে গেল ১৭৪/৭ স্কোরে। মুম্বই জয়ী ৩৪ রানে।
2nd Innings, Sunrisers Hyderabad: ১৯ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৭২/৭।
2nd Innings, Sunrisers Hyderabad: ১৮ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৬২/৫।
2nd Innings, Sunrisers Hyderabad: ১৭ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৫৮/৫।
2nd Innings, Sunrisers Hyderabad: জোরাল ধাক্কা হায়দরাবাদ শিবিরে। জেমস প্যাটিনসনের বলে ফিরলেন ডেভিড ওয়ার্নার (৬০ রান, ৪৪ বলে)। ১৫.৪ ওভারে হায়দরাবাদের স্কোর ১৪২/৫।
2nd Innings, Sunrisers Hyderabad: ক্রুণাল পাণ্ড্যর বলে আউট প্রিয়ম গর্গ (৭ বলে ৮ রান)। ১৫ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৩৯/৪।
2nd Innings, Sunrisers Hyderabad: ১৪ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৩০/৩।
2nd Innings, Sunrisers Hyderabad: ট্রেন্ট বোল্ট ফেরালেন কেন উইলিয়ামসনকে (৫ বলে ৩ রান), ১৩ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১২৩/৩।
2nd Innings, Sunrisers Hyderabad: ৩৪ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন ওয়ার্নার, ১২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১১৫/২।
2nd Innings, Sunrisers Hyderabad: ১১ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১০৯/২।
2nd Innings, Sunrisers Hyderabad: প্যাটিনসন ফেরালেন মণীশ পাণ্ডেকে (৩০ রান, ১৯ বলে)। ১০ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৯৪/২।
2nd Innings, Sunrisers Hyderabad: ব্যক্তিগত ১৬ রানে থাকা মণীশ পাণ্ডের ক্যাচ ফেললেন হার্দিক। ৯ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৮৬/১।
2nd Innings, Sunrisers Hyderabad: ৭ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৫৯/১।
2nd Innings, Sunrisers Hyderabad: ৬ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৫৬/১।
2nd Innings, Sunrisers Hyderabad: বোল্টের বলে আউট বেয়ারস্টো (২৫ রান, ১৫ বলে)। ৫ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৪২/১।
2nd Innings, Sunrisers Hyderabad: ৪ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ৩৪ রান।
2nd Innings, Sunrisers Hyderabad: ৩ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ৩০ রান।
2nd Innings, Sunrisers Hyderabad: ২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ২০ রান।
2nd Innings, Sunrisers Hyderabad: ১ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ৮ রান।
1st Innings Mumbai Indians: নির্ধারিত ২০ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ২০৮/৫। কারয়রন পোলার্ড ১৩ বলে ২৫ রানে ও ক্রুণাল পাণ্ড্য ৪ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। ক্রুণাল ৪ বলের ইনিংসে ২টি চার ও ২টি ছক্কা মারেন।
1st Innings Mumbai Indians: ১৯ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৮৭/৪।
1st Innings Mumbai Indians: ১৮ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৭৪/৪।
1st Innings Mumbai Indians: ১৭ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৫৯/৪।
1st Innings Mumbai Indians: পঞ্চম উইকেটের পতন মুম্বইয়ের। সন্দীপ শর্মার বলে ইশান কিষাণের (২৩ বলে ৩১ রান) ক্যাচ দুরন্ত ক্ষিপ্রতায় তালুবন্দি করলেন মণীশ পাণ্ডে। ১৫ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৪৭/৪।
1st Innings Mumbai Indians: ১৪ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৩৪/৩।
1st Innings Mumbai Indians: তৃতীয় উইকেটের পতন মুম্বইয়ের। রশিদ খানের বলে কট অ্যান্ড বোল্ড কুইন্টন ডি’কক (৬৭ রান, ৩৯ বলে)। ১৩.১ ওভারে শেষে মুম্বইয়ের স্কোর ১২৬/৩।
1st Innings Mumbai Indians: ১২ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১১১/২।
1st Innings, Mumbai Indians: ১০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৯০/২। ডি কক ৪৫, ঈশান ১০।
1st Innings, Mumbai Indians: ৯ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮৩/২। ডি কক ৪০, ঈশান ৮।
1st Innings, Mumbai Indians: ৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৬৭/২। ডি কক ২৫, ঈশান ৭।
1st Innings, Mumbai Indians: ৭ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫৯/২। ডি কক ২৩, ঈশান ১।
1st Innings, Mumbai Indians: ৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪৮/২। ডি কক ১৩, ঈশান ০।
১৮ বলে ২৭ রান করে সিদ্ধার্থ কউলের বলে টি নটরাজনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সূর্যকুমার যাদব। ৪৮ রানে ২ উইকেট হারাল মুম্বই।
1st Innings, Mumbai Indians: ৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩৮/১। ডি কক ১২, সূর্যকুমার ১৮।
1st Innings, Mumbai Indians: ৪ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩২/১। ডি কক ৮, সূর্যকুমার ১৭।
1st Innings, Mumbai Indians: ৩ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২৫/১। ডি কক ৬, সূর্যকুমার ১২।
1st Innings, Mumbai Indians: ২ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৭/১। ডি কক ১, সূর্যকুমার ০।
1st Innings, Mumbai Indians: প্রথম ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৬/১। ডি কক ০, সূর্যকুমার ০।
পঞ্চম বলেই আউট মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তিনি চতুর্থ বলে ছক্কা মারেন। পরের বলেই খোঁচা দেন। খেলার সুযোগ পেয়েই দলকে সাফল্য এনে দিলেন সন্দীপ শর্মা।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন সন্দীপ শর্মা।
আজকের ম্যাচে হায়দরাবাদের দলে নেই ভুবনেশ্বর কুমার ও খলিল আহমেদ। তাঁদের বদল খেলছেন সন্দীপ শর্মা ও সিদ্ধার্থ কউল।
সানরাইজার্স হায়দরাবাদ দল- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মণীশ পাণ্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আবদুল সামাদ, রশিদ খান, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কউল ও টি নটরাজন।
মুম্বই ইন্ডিয়ান্স দল- কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।
প্রেক্ষাপট
শারজা: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, আজ দলে কোনও বদল হয়নি। অন্যদিকে, হায়দরাবাদ শিবিরে আজ বড় ধাক্কা। খেলতে পারছেন না তারকা সিম বোলার ভুবনেশ্বর কুমার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -