MI-W vs RCB-W LIVE: ব্যাটে-বলে অনবদ্য হেইলি, আরসিবিকে হেলায় হারাল মুম্বই ইন্ডিয়ান্স

MI-W vs RCB-W WPL 2023 LIVE Score: মুম্বই ইন্ডিয়ান্স জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে। আরসিবির লক্ষ্য মরসুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তোলা।

ABP Ananda Last Updated: 06 Mar 2023 10:43 PM

প্রেক্ষাপট

মুম্বই: ডব্লিউপিএলের (WPL 2023) প্রথম ম্যাচেই ১৪৩ রানের বিরাট ব্যবধানে গুজরাত জায়ান্টসকে হারিয়ে নিজেদের অভিযান শুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। অপরদিকে, গতকালই দিল্লি ক্যাপিটালসে কাছে ৬০ রানে পরাজিত হতে...More

MI-W vs RCB-W LIVE Score: ৯ উইকেটে জয়

৩৪ বল বাকি থাকতেই নয় উইকেটে আরসিবিকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ১১৪ রানের অপরাজিত পার্টনারশিপেই দলকে জয় এনে দিলেন ন্যাট স্কিভার-ব্রান্ট ও হেইলি ম্যাথিউজ। হেইলি ৭৭ ও ন্যাট ৫৫ রানে অপরাজিত রইলেন।