MI-W vs RCB-W LIVE: ব্যাটে-বলে অনবদ্য হেইলি, আরসিবিকে হেলায় হারাল মুম্বই ইন্ডিয়ান্স

MI-W vs RCB-W WPL 2023 LIVE Score: মুম্বই ইন্ডিয়ান্স জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে। আরসিবির লক্ষ্য মরসুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তোলা।

ABP Ananda Last Updated: 06 Mar 2023 10:43 PM
MI-W vs RCB-W LIVE Score: ৯ উইকেটে জয়

৩৪ বল বাকি থাকতেই নয় উইকেটে আরসিবিকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ১১৪ রানের অপরাজিত পার্টনারশিপেই দলকে জয় এনে দিলেন ন্যাট স্কিভার-ব্রান্ট ও হেইলি ম্যাথিউজ। হেইলি ৭৭ ও ন্যাট ৫৫ রানে অপরাজিত রইলেন।

MI-W vs RCB-W LIVE Score: ম্যাথিউজের অর্ধশতরান

ব্যাট হাতে ম্যাথিউজের দাপট অব্যাহত। মাত্র ২৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন হেইলি ম্যাথিউজ। ১১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১১০/১। বর্তমানে ম্যাথিউজ ৫৬ ও ন্যাট স্কিভার-ব্রান্ট ২৭ রানে খেলছেন।

MI-W vs RCB-W LIVE Score: দারুণ পাওয়ার প্লে

বলের পর ব্যাট হাতেও হেইলি ম্যাথিউজের দাপট অব্যাহত। ১৬ বলে ৩১ রানে ব্যাট করছেন তিনি। ইয়াস্তিকা ভাটিয়া আগের ওভারেই প্রীতি বোসের বলে ২৩ রানে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন। পাওয়ার প্লের ছয় ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫৪/১।

MI-W vs RCB-W LIVE Score: ১৫৫ রানে অল আউট

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল ১৫৫ রানে শেষ হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস। আরসিবির হয়ে বাংলার রিচা ঘোষ সর্বাধিক ২৮ রান করেন। বল হাতে মুম্বইয়ের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন হেইলি ম্যাথিউজ। 

MI-W vs RCB-W LIVE Score: রিচা আউট

২৮ রানে রিচা ঘোষকে সাজঘরে ফিরিয়ে ইনিংসের তৃতীয় সাফল্য পেলেন হেইলি ম্যাথিউজ। ১৪ ওভার শেষে আরসিবির স্কোর ১১৫/৭।

MI-W vs RCB-W LIVE Score: রিচা আউট

২৮ রানে রিচা ঘোষকে সাজঘরে ফিরিয়ে ইনিংসের তৃতীয় সাফল্য পেলেন হেইলি ম্যাথিউজ। ১৪ ওভার শেষে আরসিবির স্কোর ১১৫/৭।

MI-W vs RCB-W LIVE Updates: শতরানের গণ্ডি পার

১২তম ওভার শতরানের গণ্ডি পার করল আরসিবি। ১২ ওভার শেষে আরসিবির স্কোর ১০২/৫। রিচা ২৭ ও কণিকা ২০ রানে ব্যাট করছেন।

MI-W vs RCB-W LIVE Score: বিরাট বিপাকে আরসিবি

গত ওভারে দুই উইকেট নিয়েছিলেন সাইকা, ম্যাচের ষষ্ঠ ওভারে ফের জোড়া সাফল্য পেল মুম্বই ইন্ডিয়ান্স। হেইলি ম্যাথিউজের পরপর দুই বলে সাজঘরে ফিরলেন সেট স্মৃতি (২৩) ও হায়দার নাইট (০)। পাওয়ার প্লে শেষে মুম্বইয়ের স্কোর ৪৭/৪। 

MI-W vs RCB-W LIVE Updates: সাইকার জোড়া সাফল্য

১৬ রানে সোফি ডিভাইনকে সাজঘরে ফিরিয়ে আরিসিবিকে প্রথম ধাক্কা দিলেন সাইকা ইশান। ৩৯ রানে প্রথম উইকেট হারাল আরসিবি। ওই একই ওভারে দিশা কাসাতকেও শূন্য রানে ফেরান তিনি। ৫ ওভার শেষে আরসিবির স্কোর ৪৩/২।

MI-W vs RCB-W LIVE Score: ভাল শুরু

গত ম্যাচে মুম্বইয়ের হয়ে চার উইকেট নিয়েছিলেন বাংলার সাইকা ইশাক। এই ম্যাচেও বল হাতে তিনি শুরুটা বেশ ভাল করলেন। নিজের প্রথম ওভারে মাত্র ৫ রান খরচ করলেন তিনি। ৩ ওভার শেষে আরসিবির স্কোর ২২/০। স্মৃতি মান্ধানা ও সোফি ডিভাইন উভয়েই ১১ রানে ব্যাট করছেন।

MI-W vs RCB-W LIVE Updates: টস জিতলেন মান্ধানা

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা। যদি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কৌরের দাবি টসে জিতলে তিনি বোলিং করার সিদ্ধান্তই নিতেন। গত ম্যাচের দল নিয়েই মাঠে নামছে মুম্বই। তবে আরসিবির একাদশে এক বদল করা হয়েছে। আশা শোভানার বদলে সুযোগ পেলেন শ্রেয়াঙ্কা পাতিল। 

প্রেক্ষাপট

মুম্বই: ডব্লিউপিএলের (WPL 2023) প্রথম ম্যাচেই ১৪৩ রানের বিরাট ব্যবধানে গুজরাত জায়ান্টসকে হারিয়ে নিজেদের অভিযান শুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। অপরদিকে, গতকালই দিল্লি ক্যাপিটালসে কাছে ৬০ রানে পরাজিত হতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরকে (Royal Challengers Bangalore)। নিজেদের মরসুমের দ্বিতীয় ম্যাচে আজ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। টুর্নামেন্টের পাঁচ দলের মধ্যে এই দুই দলের অধিনায়কই ভারতীয়। একদিকে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর নেতৃত্ব দেবেন মুম্বইকে, অপরদিকে জাতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানাকে আরসিবির অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে দেখা যাবে। 


মুম্বই ইন্ডিয়ান্স জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে। আরসিবির লক্ষ্য মরসুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তোলা। দুই দলেই তারকার কমতি নেই। তাই দর্শকরা এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশা করতেই পারেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.