নয়াদিল্লি: ৯১ বছরে দৌড় থামল মিলখা সিংয়ের। করোনামুক্তির পরেও কিংবদন্তী অ্যাথলিট গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে গতকাল রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৪ বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নের প্রয়াণে শোকের ছায়া। ১৯৫৮-য় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন মিলখা সিং।
তাঁর প্রয়ানে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ সহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রবাদপ্রতিম অ্যাথলিটের মৃত্যুতে শোকাহত ক্রীড়াজগত।সচিন তেন্ডুলকর, হরভজন সিংহ, ভিভিএস লক্ষ্মণ, যসপ্রিত বুমরাহ, গুরপ্রিত সিংহ সান্ধু সহ ক্রীড়াবিদরা মিলখা সিংহর প্রয়ানে শোক প্রকাশ করেছেন।
সচিন তেন্ডুলকর ট্যুইট করে লিখেছেন, আমাদের একান্ত প্রিয় উড়ন্ত শিখ মিলখা সিংহজির আত্মার শান্তি কামনা করি। আপনার প্রয়াণে প্রত্যেক ভারতীয়র হৃদয়ে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। কিন্তু আগামী বহু প্রজন্মর কাছেই আপনি অনুপ্রেরণা হয়ে থাকবেন।
বুমরাহর ট্যুইট-একজন হিরো, একজন অনুপ্রেরণা, একজন কিংবদন্তী। তাঁর উত্তরাধিকার সজীব থাকবে আগামী অনেক প্রজন্ম ধরে। মিলখা সিংহর আত্মার শান্তি কামনা করি।
ভিভিএস লক্ষ্মণের ট্যুইট, মিলখা সিংহর প্রয়াণে মর্মাহত। তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা।
হরভজন সিংহ তাঁর ট্যুইটে লিখেছেন, মিলখা সিংহর প্রয়াণে শোকাহত, মর্মাহত।
গুরপ্রিত সিংহ সান্ধুর ট্যুইট, আপনার সান্নিধ্যে আসার মুহুর্ত আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী বলেছেন, এই প্রজন্ম তাঁর খেলা দেখার সুযোগ হয়তো পায়নি। কিন্তু কোনও শিশু দৌড়য়, তখন সে মিলখা সিংহর মতোই দৌড়তে চায়। এই মহান ঐতিহ্য রেখে গিয়েছেন মিলখা সিংহ। তিনি শুধু ক্রীড়াবিদই নন, তিনি অনুপ্রাণিতও করেছেন।
অনিল কুম্বলের ট্যুইট, মিলখা সিংহর প্রয়াণ শোকাহত। এক প্রকৃত কিংবদন্তী ও আইকন। তাঁর ঐতিহ্য চিরদিন অমলিন থাকবে।
যুবরাজ সিংহ, সানিয়া মির্জা সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা এই অসামান্য অ্যাথলিটের প্রয়াণে তাঁদের গভীর শোক প্রকাশ করেছেন।