চণ্ডীগড়: প্রয়াত ‘উড়ন্ত শিখ’ মিলখা সিংহ। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কয়েকদিন আগেই তাঁর স্ত্রী নির্মল কউর প্রয়াত হন। এবার মিলখা সিংহও প্রয়াত হলেন।
মিলখা সিংহের প্রয়াণে গভীর শোকপ্রকাশ উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহের। ক্রিকেটার যুবরাজ সিংহও ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন। টেনিস তারকা সানিয়া মির্জাও ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন।
৯১ বছরে দৌড় থামল মিলখা সিংহের। চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৪ বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নের প্রয়াণে সারা দেশে শোকের ছায়া। ১৯৫৮-য় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন মিলখা সিংহ। ১৯৬০-এ রোম অলিম্পিক্সে চতুর্থ হন তিনি।
গত মাসে করোনা আক্রান্ত হন মিলখা সিংহ। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৩০ মে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ফের অবস্থার অবনতি হওয়ায় ৩ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল থেকে আর তাঁর বাড়ি ফেরা হল। স্ত্রীর প্রয়াণের এক সপ্তাহের মধ্যেই তিনিও প্রয়াত হলেন।
https://twitter.com/jdhankhar1/status/1405964376985591810
১৯২৯ সালের ২০ নভেম্বর অবিভক্ত ভারতের পঞ্জাব প্রদেশের গোবিন্দপুরায় জন্ম হয় মিলখা সিংহের। জায়গাটি এখন পাকিস্তানে। তিনি কমনওয়েলথ গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট। ১৯৫৮ সালে কার্ডিফে তিনি যে রেকর্ড গড়েছিলেন, তা ২০১০-এর দিল্লি কমনওয়েলথ গেমস পর্যন্ত অক্ষত ছিল। দিল্লিতে সোনা জিতে মিলখা সিংহকে স্পর্শ করেন ডিসকাস থ্রোয়ার কৃষ্ণা পুনিয়া।