নয়াদিল্লি: সলমন খানকে রিও অলিম্পিকে ভারতের শুভেচ্ছা দূত বানানো প্রসঙ্গে এবার ক্রীড়াবিদ মিলখা সিংহ মুখ খুললেন। তিনি সরাসরি অভিনেতা সলমন খানের বাবা সেলিম খানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। বলিউডের উদ্দেশে তোপ দেগে বলেছেন, তাঁকে নিয়ে বায়োপিক বানিয়ে তেমন কোনও উপকার করেনি বলিউড। ক্রীড়াবিদের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকের মত প্রকাশের মৌলিক অধিকার আছে। তাঁর দাবি, ‘আমার যা ইচ্ছে আমি সেটা বলতে পারি, এবং সেলিমজীও আমার সম্পর্কে যে ইচ্ছে হয়েছে বলেছেন। আমি সেবিষয়ে কিছু মনে করিনি’। তবে মিলখা সিংহের দাবি, যাঁরা খেলার সঙ্গে যুক্ত, খেলার জন্যে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, তাঁদেরই কাউকে অলিম্পিকে শুভেচ্ছা দূত বানানো উচিত্ ছিল। সলমনকে অলিম্পিকের শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত করার পরই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। ছেলের সমর্থনে এগিয়ে আসেন বাবা ও চিত্রনাট্যকার সেলিম খান।