নয়াদিল্লি: ২ বারের পদকজয়ী মীরাবাঈ চানু ফের একবার ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার ভারত্তোলনে। রিয়াধে আগামী সেপ্টেম্বরে আয়োজিত হতে চলা ওযার্ল্ড ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে নামতে চলেছে চানু। ৪৯ কেজি বিভাগে লড়বেন তিনি। টোকিও অলিম্পিক্সে পদক জিতেছিলেন এই তরুণী। এরপর বিশ্বমিটেও গত বছর রুপোর পদক জিতেছিলেন চানু। এবার বিশ্ব ভারত্তোলন চ্যাম্পিয়নশিপ থেকেও চানু পদক জিতবেন, এমন আশা করাই যায়। 


শুধু চানুই নন। কমনওয়েলথ গেমসে পদকজয়ী বিন্দিয়ারানি দেবী ৫৫ কেজি বিভাগে ও অচিন্ত্য শিউলি ৭৩ কেজি বিভাগে নামবেন। ৬১ কেজি বিভাগে ভারতের শুভম তোদকার ও ৭৩ কেজি বিভাগে নারায়ণ অজিথও অংশ নেবেন এই টুর্নামেন্টে। শুভম ছাড়া বাকি সবাই এশিয়ান গেমসে অংশ নেবেন। টোকিও অলিম্পিকের রুপোজয়ী চানু মে মাসে হওয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপে ষষ্ট স্থান অধিকার করেছিলেন। এরপর এটাই তাঁর প্রথম টুর্নামেন্ট হতে চলেছে। এই মুহূর্তে ৬৫ দিনের ক্যাম্পে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন চানু ও বিন্দিয়ারানি। 


দুরন্ত ফর্মে অশ্বিন


এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে দুরন্ত ফর্মে রবিচন্দ্রন অশ্বিন। রুজোতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অশ্বিন। টেস্টে ৩৩তম বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। বুধবার ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকেই ফিরিয়েছেন তিনি। প্রথমে তেজনারায়ণ চন্দ্রপাল, পরে ক্রেগ ব্র্যাথওয়েটকেও ফেরান তিনি। সব মিলিয়ে ৬০ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। 


প্রথম দিন খেলার শেষে অশ্বিন বলেছেন, 'বিশ্বে এমন কোনও ক্রিকেটার, এমন কোনও মানুষ নেই, যে শৃঙ্গজয় করেছে খাদে না পড়ে। খারাপ সময়ে পড়লে দুটো সুযোগ আসে। হয় ভেঙে পড়ো এবং অভিযোগ করতে থাকো। আরও নীচে পড়ে যাও। অথবা এটা থেকে শিক্ষা নাও। আমি এমন একজন যে খারাপ সময় থেকে সব সময় শিক্ষা নেয়। সবচেয়ে বড় কথা, ভাল একটা দিনের পর সবচেয়ে ভাল যেটা হবে সেটা হল ভাল করে খাওয়াদাওয়া করব। পরিবারের সঙ্গে কথা বলব। তারপর শুতে যাব আর সব কিছু ভুলে যাব। আমি জানি ভাল দিন কাটলেও উন্নতির পরিসর আছে এবং তার জন্য আরও পরিশ্রম করতে হবে। সর্বোচ্চ পর্যায়ে থাকার জন্য এই তাড়না আমাকে আরও ভাল করার প্রেরণা দেয়। তবে এটা খুব কঠিনও। সফর মোটেও সহজ নয়। সব কিছু নিংড়ে নেওয়া চলেছে। আমি ধন্যবাদ দেব খারাপ সময়কে। কারণ খারাপ সময় না থাকলে ভাল সময় আসত না।'