নয়াদিল্লি: ২০ বছরের বেশি সময় পর ভারোত্তোলনে দেশকে স্বর্ণপদক দিলেন মণিপুরের মেয়ে মীরাবাই চানু। আমেরিকার অ্যানাহিমে বিশ্ব ভারোত্তলন প্রতিযোগিতায় সোনা পেয়েছেন তিনি।
স্ন্যাচে ৮৫ কেজি ও ক্লিন অ্যান জার্কে ১০৯ কেজি- মহিলাদের ৪৮ কেজি বিভাগে সব মিলিয়ে মীরাবাঈ তোলেন ১৯৪ কেজি। জাতীয় রেকর্ডও গড়েছেন তিনি। গত বছর রিও অলিম্পিকে তাঁর ফল ভাল হয়নি। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপের আঙিনায় জয়লাভ তাঁর সেই খেদ দূর করে দিল।
থাইল্যান্ডের সুকচারোন থুনিয়া রূপো জেতেন ও কলম্বিয়ার সেগুরা আনা আইরিস ব্রোঞ্জ। পোডিয়াম থেকে তেরঙা উড়তে দেখে কেঁদে ফেলেন সদ্য বিশ্বজয়ী।
এর আগে ১৯৯৪ ও ৯৫-এ দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হন অলিম্পিকে পদকজয়ী ভারোত্তোলক কর্ণম মালেশ্বরী।
তবে ডোপ সংক্রান্ত কেলেঙ্কারিতে ফেঁসে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পারেনি রাশিয়া, চিন, কাজাখস্তান, ইউক্রেন ও আজারবাইজানের মত ভারোত্তোলনে সেরা দেশগুলি।
মহিলা ভারোত্তোলনে বিশ্বজয়ী ভারতের মীরাবাঈ চানু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Nov 2017 12:07 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -