করাচি: পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন মিসবা উল হক। একই সঙ্গে প্রধান নির্বাচকও তিনি। বোলিং কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন তারকা পেসার ওয়াকার ইউনিসকে। বুধবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে এই ঘোষণা করা হয়। দুজনের সঙ্গেই তিন বছরের জন্য চুক্তি করা হয়েছে।


ইন্তিখাব আলম, বাজিদ খান, আসাদ আলি খান, ওয়াসিম খান ও জাকির খানের পাঁচ সদস্যের কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। দায়িত্ব পেয়ে মিসবা বলেছেন, 'পাকিস্তানকে কোচিং করানো অল্প কয়েকজন সেরার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে খুব ভাল লাগছে। আমি সম্মানিত। শুধু তাই নয়। এটা একটা বড় দায়িত্বও। কারণ আমরা ক্রিকেট নিয়ে বাঁচি।' তিনি যোগ করেছেন, 'জানি অনেক প্রত্যাশা রয়েছে। তবে কাজটার জন্য আমি তৈরি। তা নাহলে এত গুরুত্বপূর্ণ আর চ্যালেঞ্জিং একটা কাজের জন্য নিজের নাম পাঠাতাম না।'

দায়িত্ব নিয়ে দলের সংস্কৃতিতে বদল আনতে চান মিসবা। বলেছেন, 'আমাদের দলে দারুণ উত্তেজক ও প্রতিভাবান তরুণ রয়েছে। ওদের এমনভাবে প্রশিক্ষণ দিতে চাই, যাতে করে বুদ্ধিমত্তার সঙ্গে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে। জানি সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ড্রেসিংরুমের সংস্কৃতিতে বদল আনা দরকার। আধুনিক ক্রিকেটের প্রয়োজনীয়তাগুলো আমাদের আঁকড়ে ধরতে হবে।'

২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের যে ক্রিকেট কমিটি কোচ মিকি আর্থারের সঙ্গে নতুন চুক্তি না করার পরামর্শ দিয়েছিল, সেই কমিটিতে ছিলেন মিসবাও। পরে তিনি ইস্তফা দেন ও প্রধান কোচের পদের জন্য আবেদন করেন।

পাকিস্তানের বোলিং কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওয়াকারের। তিনি পাক ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তিনিই ছিলেন দলের প্রধান কোচ।