মেলবোর্ন: স্ত্রী খেলতে নামছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। উৎসাহ দিতে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথ থেকে দেশে ফিরছেন স্বামী।
অ্যালিসা হিলি রবিবার ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করবেন। স্ত্রীর ম্যাচ দেখতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচ না খেলে দেশে ফিরলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। পোচেসস্ট্রুমে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে খেলবেন না স্টার্ক।
অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ‘ঘরের মাঠে স্ত্রীকে বিশ্বকাপের ফাইনাল খেলতে দেখা, এরকম সুযোগ মিচের জীবনে একবারই হবে। তাই আমরা ওকে অনুমতি দিয়েছি দেশে ফিরে দলকে সমর্থন করার জন্য। দক্ষিণ আফ্রিকায় আমাদের হাতে পর্যাপ্ত বিকল্প রয়েছে। জস হ্যাজলউড, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসনরা ব্লুমফন্টিনে আগের ম্যাচে সুযোগ পায়নি। ’
টি-টোয়েন্টি বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রবিবার মুখোমুখি হচ্ছে ভারতের। অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য স্টার্কের স্ত্রী, উইকেটকিপার অ্যালিসা হিলি।
হরমনপ্রীতদের বিরুদ্ধে ফাইনালে খেলবেন স্ত্রী, উৎসাহ দিতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন অজি তারকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Mar 2020 12:01 PM (IST)
টি-টোয়েন্টি বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রবিবার মুখোমুখি হচ্ছে ভারতের।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -