মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছরের ইনিংস। নিরন্তর। বিশ্রামহীন। একটানা। তিনি খেলে চলেছেন। পৃথিবীর মানচিত্রে এমন নজির রয়েছে সচিন রমেশ তেন্ডুলকরের, যিনি ২২ বছর ৯১ দিনের আন্তর্জাতিক কেরিয়ারের একমাত্র মালিক। শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য, পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদও তাঁদের জীবনের ২০টি বসন্ত কাটিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। চতুর্থ হিসেবে এই তালিকায় ঢুকে পরলেন ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তী মিতালি রাজ। মহিলা ক্রিকেটার হিসেবে তিনিই প্রথম এই নজির গড়লেন। ম্যাচ খেলার নিরিখেও তিনি সবার শীর্ষে। এখনও পর্যন্ত ২০৩টি ওয়ান ডে খেলেছেন মিতালি। তাঁকে অনুসরণ করছেন ঝুলন গোস্বামী (১৭৭)।
বুধবার ভদোদরায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলেই এই মাইলফলক স্পর্শ করলেন অধিনায়ক মিতালি রাজ। ২৬ জুন ১৯৯৯ আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক খেলে যাত্রা শুরু হয়েছিল তাঁর। দেখতে দেখতে দুই দশক জীবন ক্রিকেটেই কাটিয়ে ফেললেন তিনি। সেদিনের সেই ষোড়শীই হয়ে উঠেছেন আজকের মহিরূহ। ১৮৩ ইনিংসে ৬ হাজার ৭২০ রান। মহিলা ক্রিকেটারদের মধ্যে তিনিই সর্বোচ্চ রানের অধিকারি। তাঁর ঝুলিতে রয়েছে ৭টি শতরান এবং ৫২টি অর্ধশতরান। প্রসঙ্গত, ২০০২ সালে টেস্ট অভিষেক হয় তাঁর। তারপর এক যুগ কাটিয়ে মাত্র ১০টি টেস্টই খেলেছেন মিতালি। রয়েছে ১টি শতরানও। ২০০৬ সাল
থেকে টি-টোয়েন্টি খেলতে শুরু করেন এই কিংবদন্তী। সেখানেও এক যুগ কাটিয়ে গত মাসেই অবসর ঘোষণা করেছেন মিতালি।