মুম্বই: স্পিনে তিনি স্বচ্ছন্দ এবং বিচক্ষণ। বাঁ হাতি কিংবা ডান হাতি, অফ কিংবা লেগ, গুগলি অথবা দুসরা, ঘূর্ণিতে উপমহাদেশ তো বটেই দেশের বাইরেও বিরাট কোহলি সাবলীল ব্যাট করেন। অন্তত ট্র্যাক রেকর্ড তাই বলে। ভারত অধিনায়কের চরমতম নিন্দুকরাও বিরাটের দুর্বলতা হিসেবে স্পিনকে এখনও চিহ্নিত করেননি। বরং অফ স্টাম্পের বাইরে আউটসুইং এবং ইনসুইং-ই কোহলির যম। সেই বিরাট কিনা বোল্ড হচ্ছেন স্পিনে! হ্যাঁ। একেবারেই তাই।
মহারাষ্ট্রে দ্বিতীয় টেস্ট শুরুর আগে নেটে বিরাট কোহলিকে বোল্ড করলেন স্যার রবীন্দ্র জাদেজা। বাঁ হাতি জাড্ডুর স্পিনেই উইকেট গেল কোহলির। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, চলতি বছরে লাল বলের ক্রিকেটে নিজের কৌলিন্য এখনও পর্যন্ত সেভাবে দেখাতে পারেননি ভারত অধিনায়ক। বিরাট ব্যর্থ না হলেও কোহলির ব্যাট থেকে এখনও পর্যন্ত রান এসেছে ২১০। গড় ৩৫। যা বিরাট কোহলির টেস্ট কেরিয়ারে সর্বনিম্ম। যার ফলে নিজের শীর্ষস্থানও ধরে রাখতে পারেননি তিনি। র্যাঙ্কিংয়ে পয়েন্ট কমেছে কোহলির।