নয়াদিল্লি: ভারতের মহিলা ক্রিকেট দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ার মিতালি রাজ খুব শীঘ্রই টি ২০ ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলার পরই আন্তর্জাতিক টি ২০ কেরিয়ারে ইতি টানতে পারেন মিতালি। তবে ৫০ ওভারের ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি। একদিনের দলের অধিনায়ক মিতালি।
বুধবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু হচ্ছে। তবে প্রথম একাদশে মিতালি থাকবেন কিনা, তা স্পষ্ট নয়। তবে যদি প্রথম একাদশে থাকেনও, তাহলেও ৩৬ বছরের এই তারকা ক্রিকেটার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের পর আর খেলবেন না বলে জানা গেছে। আগামী ৪ মার্চ অসমে বরসাপারায় এই সিরিজ শুরু হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক আধিকারিক সংবাদসংস্থাকে বলেছেন, অধিনায়ক হরমনপ্রিত কউর আগামী ২০২০-র টি ২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে দল গড়ার দিকে মনোযোগ দিতে চান। আর ওই টুর্নামেন্টে মিতালিতে দেখা যাবে, এমন সম্ভাবনা ক্ষীণ। কিন্তু তাঁর মতো খেলোয়াড়ের উপযুক্ত বিদায় সংবর্ধনা পাওয়া উচিত। আর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তা হতে পারে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সব কটি ম্যাচের জন্য দলে মিতালিকে নেওয়া হবে না বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। টিম ম্যানেজমেন্টের এক সিনিয়র সদস্য বিষয়টি তাঁকে জানিয়ে দিয়েছেন।
মিতালিও দেওয়ালের লিখন পড়তে পেরেছেন এবং ক্রিকেট বোর্ড সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকে তাঁর মত অনুযায়ী অবসর গ্রহণের ব্যাপারে ক্রিকেট বোর্ড তাঁকে সুযোগ দেবে।
এখন ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো সিরিজই খেলবেন, না আশিষ নেহরার মতো সিরিজের প্রথম ম্যাচ খেলে মিতালি অবসর নিতে পারেন, তা এখনও নিশ্চিত নয়।
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের পর টি ২০ ক্রিকেট থেকে অবসর নিতে পারেন মিতালি রাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2019 09:05 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -