হায়দরাবাদ: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ হয়ত লর্ডসে বিশ্বকাপটা হাতে তুলতে পারেননি। কিন্তু, গোটা প্রতিযোগিতায় দুরন্ত পারফরম্যান্সের দৌলতে তিনি বহু হৃদয় জিতে নিয়েছেন।


আর তাঁর এই কৃতিত্বকে স্বীকৃতি দিতে এগিয়ে এলেন ব্যবসায়ী তথা অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান ভি চামুণ্ডেশ্বরনাথ। প্রমীলা বাহিনীর অধিনায়ককে একটি নতুন বিএমডব্লু গাড়ি দেওয়ার ঘোষণা করেছেন তিনি।


মিতালির বাড়ি তেলঙ্গনার হায়দরাবাদে। বাড়ি ফিরলেই তাঁর হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হবে। চামুণ্ডেশ্বরনাথ বলেন, ভারতীয় ক্রিকেটে মিতালির একটা বিরাট প্রভাব রয়েছে। যেভাবে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, তা দুরন্ত। বিগত কয়েক বছর ধরে তিনি ভারতীয় মহিলা ক্রিকেটের সবচেয়ে বড় নক্ষত্র।


প্রসঙ্গত, মিতালি হলেন প্রথম ভারতীয় ক্রিকেট অধিনায়ক, যিনি দলকে দুটি বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি, তিনি একমাত্র মহিলা ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে ৬ হাজার রান সম্পন্ন করেছেন।


এছাড়া, চলতি বছরেও দুর্দান্ত ছন্দে রয়েছেন মিতালি। ১০ বার পঞ্চাশ বা তার বেশি রান করেছেন। যা মহিলা একদিনের ক্রিকেটে একটা রেকর্ড। এর আগেও, চামুণ্ডেশ্বরনাথ ক্রীড়া ব্যক্তিত্বদের গাড়ি উপহার দিয়েছেন। রিও অলিম্পক্সের তিনি পিভি সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকার ও পুলেল্লা গোপীচাঁদকে বিএমডব্লু গাড়ি উপহার দিয়েছিলেন।