কলকাতা: উত্তর কলকাতায় শ্যুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কিংবদন্তি অভিনেতাকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালেই ভর্তি রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মা নিরূপা গঙ্গোপাধ্যায়। মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল নিরূপাদেবীর। যা জানিয়েছিলেন সৌরভের দাদা তথা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
সুস্থ হয়ে সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা। তবে তার মাঝেই সৌরভ-স্নেহাশিসের মা নিরূপাদেবীকে দেখে এলেন মিঠুন।
মাকে দেখতে গিয়েই অসুস্থ মিঠুনের সঙ্গে দেখা করে এসেছিলেন সৌরভ। জানিয়েছিলেন, আগের চেয়ে ভাল আছেন অভিনেতা। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এবার সৌরভের মায়ের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সৌজন্যের উদাহরণ তৈরি করলেন মিঠুন।
সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই অনুরাগীদের মধ্যে মিঠুন ছড়িয়ে দেন ইতিবাচক মনোভাব। আশ্বাস দিয়ে বলেন, সব ঠিক আছে। তবে বললেন, চিনি একটু বেশি খান। তাই ডাক্তারবাবুদের থেকে বকুনি খেয়েছেন। সোজসুজি বললেন, 'প্রবলেম কিচ্ছু নয়। প্রবলেম খাওয়াতে। আর আমি গোগ্রাসে খাই। এমনিতে সব ঠিক আছে, তবে আমায় খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে।' জানালেন, বেশি খাওয়া হয়ে গিয়েছিল, তাই বেড়ে গিয়েছিল সুগার ।
তারপরই অনুরাগীদের দিলেন বিশেষ হেলথ টিপস। বললেন, 'ভাববেন না, মিষ্টি না খেলেই ডায়াবিটিস হবে না । সব প্রবলেম খাওয়াতে। খাওয়াটা কন্ট্রোল করুন। ভয় পাবেন না ইনসুলিনকে। ইনসুলিন খুবই নিরাপদ। আমার সমস্যা ওভার ইটিং করেছি। বললাম না, আমি রাক্ষস।'
সম্প্রতি শ্যুটিং করতে গিয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মিঠুন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে নিউরোলজি বিভাগের ICU-তে ভর্তি করা হয়। মিঠুনের জন্য গঠন করা হয় আলাদা মেডিক্যাল বোর্ডও। হাসপাতাল সূত্রে জানা যায়, তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীই মিঠুনকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকরা মিঠুনকে পরীক্ষা করেন। এর পর তাঁকে রেডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়।
এর পর উপসর্গ দেখে বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শে মস্তিষ্কের MRI করা হয় মিঠুনের। হাসপাতাল সূত্রে খবর, MRI রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হয়, অস্ত্রোপচারের পরিবর্তে ওষুধ দিয়ে অভিনেতাকে সুস্থ করে তোলা হবে। মিঠুনের পরিবারের তরফে এটি রুটিন চেক আপ বলে জানানো হয়েছে। হাসপাতালের দাবি, রুটিন চেক আপ নয়, স্ট্রোক হওয়ায় অভিনেতাকে হাসপাতালে আনা হয়। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।