নয়াদিল্লি: মরশুম শেষে প্যারিস সঁ জরমেঁর সঙ্গে চুক্তি শেষের পর আমেরিকা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (Major League Soccer) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। প্রাক্তন তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের মালিকাধীন এই ক্লাবে আসন্ন মরশুমে মেসির পাশাপাশি তাঁর দীর্ঘদিনের সতীর্থ সার্জিও বুস্কেতসও সেই ক্লাবেই যোগ দিয়েছেন। এবার মেসি, বুস্কেতসের পথেই নেমারকেও (Neymar JR) যুক্তরাষ্ট্রে খেলতে দেখা যেতে পারে।


রিপোর্ট অনুযায়ী নিউ ইয়র্ক সিটি (New York City) চলতি ট্রান্সফার উইন্ডোতে নেমারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। পিএসজির সঙ্গে নেমারের চুক্তির এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে নেমারের। তবে তিনি চুক্তি শেষ হওয়ার আগেই প্যারিসের ক্লাব ছাড়তে পারেন বলে জল্পনা। যদিও রিপোর্টেই দাবি করা হয়েছে যে নেমারকে এখনও সিটি গ্রুপের তরফে কোনওরকম প্রস্তাব দেওয়া হয়নি। তবে শীঘ্রই তাঁকে সিটি গ্রুপের তরফে প্রস্তাব দেওয়া হতে পারে বলে খবর। 


নেমার কিন্তু একেবারেই আমেরিকা যুক্তরাষ্ট্রে খেলার বিষয়টা উড়িয়ে দেননি। অতীতে সিটি গ্রুপের এই ক্লাবের হয়ে ডাভিড ভিয়া, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, অ্যান্দ্রে পির্লোরা খেলেছেন। তাই এবার নেমারকে সেই তালিকায় যোগ দিতে দেখলে কেউই অবাক হবেন না। প্রসঙ্গত, এইসব জল্পনা-কল্পনার মাঝেই মাঠের বাইরে একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়ছেন নেমার। দিনকয়েক আগেই তিনি নিজের রিও দে জেনেইরোতে নিজের বিলাসবহুল বাড়িতে অবৈধবাধে হ্রদ খনন করায় ২৭ কোটি টাকার জরিমানা হয়েছে ব্রাজিলিয়ান তারকার।


রিও দে জেনেইরোর মূল শহর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে মাঙ্গারাতিবারয় নেমারের বিলাসবহুল প্রাসাদ রয়েছে। ২০১৬ সালে নেমার এই প্রাসাদটা কেনেন। রিওর এই অংশটা ভ্রমণপিপাসুদের কাছে খুবই জনপ্রিয়। সেখানেই রয়েছে নেমারের বিলাসবহুল বাড়ি। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ১০ হাজার স্কোয়ার মিটারের এলাকা নিয়ে তৈরি এই প্রাসাদে হেলিপোর্ট, স্পা জিম রয়েছে। সেই প্রাসাদেই সরকারি অনুমতি ছাড়া নিজের প্রসাদে হ্রদ তৈরি করেছেন। পরিবেশগত লাইসেন্স থাকায় তাঁকে এত বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। পৌরনিগমের তরফে নেমারকে চারটি নিয়মভঙ্গের জন্য জরিমানা করা হয়েছে। 


এবার রিপোর্ট অনুযায়ী এক নাইট ক্লাবে ঝামেলায় জড়িয়ে পড়লেন নেমার। খবর অনুযায়ী নেমার এক ব্রাজিলিয়ান শিল্পীর কনসার্ট দেখতে গিয়েছিলেন রিওতে। সেখানেই অপর এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। ঝামেলায় ধীরে ধীরে  হাতহাতিতে গড়ায়। শেষমেশ নাইট ক্লাবের নিরাপত্তারক্ষীদের আসরে নামতে হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?