মস্কো: এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেন বল পেলেও, দল ফাইনালে হেরে যাওয়ায় দুঃখিত ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। তিনি বলেছেন, ‘স্বীকৃতি পেয়ে অবশ্যই ভাল লাগছে। যাঁরা আমাকে বেছে নিয়েছেন তাঁদের ধন্যবাদ। কিন্তু আমি বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। তবে সেটা হয়নি। এবার আমরা কয়েকদিন বিশ্রাম নেব এবং আমাদের এই সাফল্য উপভোগ করব। কারণ, এটা ক্রোয়েশিয়ার জন্য বড় বিষয়। যদিও এই মুহূর্তে আমার একইসঙ্গে তিক্ত ও মধুর অনুভূতি হচ্ছে। আমরা যা করতে পেরেছি তার জন্য গর্বিত। কিন্তু ফাইনালে হেরে যাওয়ায় একটু দুঃখিত।’
বিশ্বকাপের ইতিহাসে গত ৬৮ বছরে সবচেয়ে ছোট দেশ হিসেবে ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেও, ফ্রান্সের কাছে ২-৪ গোলে হেরে চ্যাম্পিয়ন হতে পারেনি ক্রোয়েশিয়া। এ বিষয়ে মদরিচ বলেছেন, ‘যদিও আমার মনে হয় আমাদের আরও সাফল্য প্রাপ্য ছিল, আমরা কিছু বদলাতে পারব না। আমরা শুধু যা করেছি তার জন্য গর্বিত হতে পারি। আমরা কোনও সময়েই হাল ছাড়িনি। শেষপর্যন্ত লড়াই করেছি।’
এবারের বিশ্বকাপে মদরিচের পাশাপাশি ক্রোয়েশিয়ার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ইভান র্যাকিটিচ আবার রেফারিং নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘ছোট ছোট সিদ্ধান্তগুলি ফ্রান্সের পক্ষে গিয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক কারণ আমরা খুব ভাল খেলেছি এবং জয় প্রাপ্য ছিল। প্রথম গোলের আগে ফাউল সত্যিই হয়েছিল কি না, সেটা ভিডিওতে দেখা হয়নি। এটাই একমাত্র সিদ্ধান্ত নয় যেটা আমাদের বিপক্ষে গিয়েছে। প্রথম গোল যে ফ্রি-কিক থেকে হয়েছে, সেটা ফাউল ছিল না। পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও ঘোরতর সন্দেহ আছে। এভাবে হেরে গেলে খুব খারাপ লাগে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অনেক সাহায্য করেছে। তবে এই সিস্টেম এখনও নিখুঁত নয়। এক্ষেত্রে উন্নতি করতে হবে।’
গোল্ডেন বল পেলেও বিশ্বকাপ জিততে না পেরে বিমর্ষ ক্রোয়েশিয়ার তারকা লুকা মদরিচ
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jul 2018 11:58 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -