লন্ডন: অভিষেকের পর থেকেই সমস্ত ফরম্যাটই ইংল্যান্ড দলের ধারাবাহিক পারফর্মার হয়ে উঠেছেন মইন আলি। বিস্ফোরক ব্যাটিং ও দুরন্ত স্পিন বোলিংয়ের মাধ্যমে ইংল্যান্ড দলে দারুণ ভারসাম্য এনে দিয়েছেন তিনি। এরইমধ্যে ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমের পাঠকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে জ্যাক কালিস ও বেন স্টোকসের মধ্যে সেরা অলরাউন্ডার কে তা, তাঁর কাছে জানতে চাওয়া হয়।
জবাবে মইন আলি বলেছেন, এই দুই ক্রিকেটারের মধ্যে সেরা অলরাউন্ডার কে, তা বেছে নেওয়া খুবই কঠিন। এক্ষেত্রে কালিসই এগিয়ে থাকবেন। কারণ, তিনি অনেক বেশি রান করেছেন, উইকেট ও ক্যাচ নিয়েছেন। একইসঙ্গে মইন আলি বলেছেন, যেভাবে এখন খেলছেন, তা যদি চালিয়ে যেতে পারেন তাহলে বেন স্টোকস অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গন্য হবেন।

পরিসংখ্যানের বিচারে কালিসের ধারেকাছেও কেউ নেই। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট মিলিয়ে মোট রান ২৫ হাজারের বেশি। একইসঙ্গে বোলিংয়েও তিনি ছিলেন সমান স্বচ্ছন্দ। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ৫৭৭।
অন্যদিকে, গত কয়েক বছরে দুরন্ত ছন্দে রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ড দলের ম্যাচ উইনার হয়ে উঠেছেন তিনি। তাঁর পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল। ২০১৯-এ ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। অ্যাসজ সিরিজ ড্র রাখার ক্ষেত্রেও তাঁর ভূমিকা থিল উল্লেখযোগ্য। সম্প্রতি আইসিসি তাঁকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে।