ধর্মের জন্য ক্রিকেট ছাড়তে পারি: মঈন আলি
web desk, ABP Ananda | 15 Jul 2016 04:02 PM (IST)
লন্ডন: ক্রিকেটের আগে ধর্ম! এমনটাই মত মঈন আলির। ইংল্যান্ডের এই অলরাউন্ডার বিবিসি-কে দেওয়া সাক্ষাত্কারে জানিয়ে দিয়েছেন, ইসলামের জন্য তিনি ক্রিকেট ছাড়তেও তৈরি। ইসলামের মধ্যে তিনি স্বাধীনতা পান। একমাত্র ইসলামেই তিনি সুখী। ইংল্যান্ডের হয়ে ২৭টি টেস্ট, ৩৯টি ওয়ান ডে খেলা মঈন সাক্ষাত্কারে নিজের অবস্থান জানিয়েছেন অকপটে। বলেছেন, আমার মনে সবসময় এই ধারণাটা জেগে থাকে যে, আমি ইসলাম, মুসলিম ও ব্রিটিশ ভারতীয়দের প্রতিনিধিত্ব করছি। মঈনের কথায়, ক্রিকেট ভাল ব্যাপার। কিন্তু বড় হতে হতে আমার ভিতরে এই বোধ জেগেছে যে, ক্রিকেটের চেয়েও বেশি আনন্দ আছে নিজের ধর্মের মধ্যে। সেজন্য কাল ক্রিকেট ছেড়েও দিতে পারি। কাজটা একেবারেই কঠিন নয় আমার কাছে। ব্রিটেনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে থাকার অনুভূতি কেমন, জানতে চাওয়া হলে গত দু বছর ধরে ইংল্যান্ড ক্রিকেট দলের পাকাপাকি সদস্য মঈন বলেছেন, সমস্যা হয়। তবে আশা করি, একদিন পরিস্থিতি বদলে যাবে। এসব তো জীবনেরই অঙ্গ।