করাচি: বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতা। অধিনায়ক বাবর আজমের (Babar Azam) ব্যর্থতা। দলের তারকা ক্রিকেটারদের ফর্মে না থাকা। বোলারদের চূড়ান্ত ব্য়র্থতা। বিশ্বকাপ শেষে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাবর। এবার নতুন কোচের নাম ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট দলের আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের জন্য প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ হাফিজকে কোচ নিযুক্ত করা হয়েছে। এর আগে পাকিস্তান ক্রিকেট দলের টিম ডিরেক্টর নিয়োগ করা হয়েছিল হাফিজকে।


সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই মুহূর্তে টিম ডিরেক্টর ও কোচের পদ দুটোই হাফিজকে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্ট ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরেই কোচের হটসিটে বসবেন হাফিজ।


 






গ্রুপ লিগে পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছে পাকিস্তান । নিজে ব্যাট হাতেও ফর্মে ছিলেন না বাবর আজম। চাপ বাড়ছিল তাঁর ওপর। এবার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর। পাকিস্তান ক্রিকেট দলের তিন ফর্ম্যাটেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ডানহাতি এই ব্যাটার। ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষে থেকে বিশ্বকাপ খেলতে নেমেছিল পাক শিবির। সেখান থেকে টুর্নামেন্টে শেষ চারের টিকিটই জোগার করতে পারেনি পাক শিবির। পাক সমর্থকদের মধ্যেই বাবরের অধিনায়কত্ব নিয়ে অশান্তি বাড়ছিল। অবশেষে তিন ফর্ম্যাটের দায়িত্ব থেকেই সরে দাঁড়ালেন তিনি।


অধিনায়কত্ব থেকে পদত্যাগ প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ায় বাবর লেখেন, ''তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি আমি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল, কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। নেতৃত্ব ছাড়লেও আমি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলব। নতুন অধিনায়ককে সব রকম সাহায্য করব। আমার সব অভিজ্ঞতা ভাগ করে নেব তাঁর সঙ্গে। ২০১৯ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আমাকে ফোন করা হয়। সেই ঘটনার কথা আমার স্পষ্ট মনে আছে। আমাকে এরপরই অধিনায় করা হয়। চার বছর ধরে আমি নেতৃত্ব দিয়েছি। মাঠে এবং মাঠের বাইরে অনেক ভাল এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। সব সময় চেষ্টা করেছি ক্রিকেট বিশ্বে পাকিস্তানকে গর্বিত করতে।''