বিশাখাপত্তনম : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে বিধ্বংসী মহম্মদ সামি। এই ভারতীয় পেসারের দাপটে ভেঙে পড়ল প্রোটিয়া ব্যাটিং অর্ডার। ২০৩ রানে জয়ী হয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। ৩৯৫ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ওপেনার ডিন এলগার ও থিউনিস ডে ব্রুইন রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন। এরপর তিনটি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে আঘাত হানেন সামি। টেম্বা বাভুমাস ফাফ ডুপ্লেসিস ও কুইন্টন ডি কককে বোল্ড আউট করেন তিনি। মধ্যাহ্নভোজের পর ফের আঘাত হানেন সামি। ডেন পিটকে আউট করে ভারতকে জয়ের দোরগড়ায় পৌঁছে দেন তিনি। পিটেরও স্ট্যাম্প ছিটকে দেন সামি। শেষে কাগিসো রাবাডাকে আউট করে ভারতের জয় নিশ্চিত করেন।



১০.৫ ওভারে ৩৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন সামি।