নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার মহম্মদ সামি তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে বন্দুকধারী নিরাপত্তাকর্মী মোতায়েনের জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সামি খুনের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ।
উল্লেখ্য, সামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। হাসিন সামির বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং পারিবারিক হিংসা সংক্রান্ত বেশ কিছু অভিযোগ জানিয়েছেন। তিনি সামির বিরুদ্ধে কলকাতার আলিপুর থানায় মামলাও দায়ের করেছেন।
শুধু তাই নয়, হাসিন সামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগও তুলেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি থেকে সামির নাম সরিয়ে দিয়েছিল। পরে বোর্ডের অনুসন্ধানে সামির বিরুদ্ধে ফিক্সিংয়ের মতো কোনও কিছু প্রমাণিত না হওয়ায় তিনি ফের কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভূক্ত হন।
কিছুদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে ছিলেন সামি। ওই সফরে বল হাতে নজরে পড়ার মতো পারফর্ম করেন তিনি। পাঁচ টেস্টের সিরিজে ১৬ উইকেট দখল করেন তিনি।এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।
খুনের হুমকি পাচ্ছেন, সরকারের কাছে নিরাপত্তার আর্জি সামির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Oct 2018 01:09 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -