মুম্বই: একেবারে নিঁখুত দল। যেমন ব্যাটিং, তেমন বোলিং, তেমন ফিল্ডিং। বিশ্বকাপে যে ধারাবাহিকতা ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) দেখিয়েছে ২২ গজে, তাতে ক্রিকেট বিশেষজ্ঞরা সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে সবাই রোহিতের (Rohit Sharma) দলকেই বেছে নিয়েছে। তবে ব্যাটিং বরাবরই ভারতের শক্তি থাকলেও এবার বোলিং ডিপার্টমেন্টও নজর কেড়েছে। বিশেষ করে শামি, বুমরা, সিরাজ পেস ত্রয়ী যে কোনও ব্যাটারের কাছে ত্রাস হয়ে উঠছেন প্রতি ম্যাচেই। সঙ্গে রয়েছেন স্পিন জুটি কুলদীপ-জাডেজা। 


বর্তমান ভারতীয় দলের বোলিং ব্রিগেডের মধ্যে ওয়ান ডে ফর্ম্যাটে কিউয়িদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ৩০ উইকেট ঝুলিতে পুরেছেন মহম্মদ শামি। মোট ১৩ ম্যাচ খেলেছেন তিনি। ৬.৮ ইকনমি রেটে বল করেছেন শামি। মোট ৭ ওভার কিউয়িদের বিরুদ্ধে এই ফর্ম্যাটে মেডেনও দিয়েছেন তারকা ডানহাতি পেসার। চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ৫.৭৪ ইকনমি রেটে মোট ১৯ উইকেট নিয়েছেন কুলদীপ। মোট ১০ ম্যাচ খেলেছেন তিনি। 


যশপ্রীত বুমরা তালিকায় তৃতীয় স্থানে। তিনি ১২ ম্যাচ খেলে মোট ১৪ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন। ইকনমি ৪.৬৯। তালিকায় চতুর্থ স্থানে রবীন্দ্র জাডেজা। তিনি ১৩ ম্যাচ খেলে ৮ উইকেট ঝুলিতে পুরেছেন। ৫.১৩ ইকনমি রেটে বোলিং করেছেন তিনি। 


ঠিক একই ভাবে বিরাট কোহলি রানের বিচারে সবার আগে রয়েছেন। এখনও পর্যন্ত  ওয়ান ডে ফর্ম্যাটে ৩০ ম্যাচ খেলে ১৫২৮ রান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যক্তিগত সর্বোচ্চ বিরাটের অপরাজিত ১৫৪। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক এখনও পর্যন্ত ২৮ ম্য়াচ খেলে মোট ৯৩৫ রান করেছেন ওয়ান ডে ফর্ম্য়াটে। ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৭। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শুভমন গিল। ৯ ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত এই ডানহাতি ওপেনার। ৫১০ রান করেছেন তিনি। শ্রেয়স আইয়ার রয়েছেন তালিকায় চতুর্থ স্থানে। ৭ ম্যাচ খেলে ৩৭৯ রান করেছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর অপরাজিত ১০৩। দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ১৩ ম্যাচ খেলে ৩৬১ রান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৭৭। চলতি বিশ্বকাপে কিউয়িদের বিরুদ্ধে শেষ সাক্ষাতে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। 


চলতি বিশ্বকাপে নয়ে নয় করে ফেলেছে টিম ইন্ডিয়া। নাগাড়ে নয় ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রোহিতরা। দলের দুই মহাতারকা রোহিত ও বিরাট কোহলি ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন। কোহলি ৫৯৪ রান করে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক। অপরদিকে, রোহিত শর্মাও পাঁচশোর অধিক (৫০৩) রান করে ফেলেছেন