নয়াদিল্লি: চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে খেলতে পারেননি। এবার একদিনের ও টি-২০ সিরিজ থেকেও ছিটকে যাচ্ছেন বাংলার পেসার মহম্মদ শামি। তাঁর চোট এখনও সারেনি বলেই জানিয়েছেন চিকিৎসকরা। ফলে এই সিরিজেও তাঁর খেলার সম্ভাবনা নেই। শামির বদলে দলে আসতে পারেন চেন্নাই টেস্টে ভাল পারফরম্যান্স দেখানো ইশান্ত শর্মা বা অভিজ্ঞ পেসার আশিস নেহরা।

শামি সাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম সেরা পেসার। কিন্তু বেশ কিছুদিন ধরেই তিনি চোট-আঘাতে ভুগছেন। ২০১৫ সালের বিশ্বকাপের পরেই তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। তার ফলে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল এই পেসারকে। ফের চোট পেয়ে ছিটকে গেলেন তিনি।

শামির মতোই চোট পেয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে না-ও খেলতে পারেন অজিঙ্ক রাহানে। রোহিত শর্মাও খেলতে পারবেন না। তবে চোট সারিয়ে দলে ফিরতে পারেন শিখর ধবন। ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ৩০৩ রানে অপরাজিত থাকা করুণ নায়ারেরও সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের দলে থাকার সম্ভাবনা উজ্জ্বল।