কলকাতা: আবার জয় মহমেডানের (Mohammedan SC)। দুরন্ত ছন্দে সাদা কালো ব্রিগেড। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ কলকাতা লিগে খেলে এই নিয়ে আট নম্বর জয় ছিনিয়ে নিলেন মিলন সিংহ, এস কে ফৈয়জরা। এদিন কালিঘাট মিলন সংঘের বিরুদ্ধে ৩-২ গোলে জয় ছিনিয়ে নিল মহমেডান। একটি গোল করেন অভিজিৎ সরকার ও দুটো গোল করেন ডেভিড লালহানসাঙ্গা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল মহমেডান। 


এদিন খেলার শুরুতেই ১৪ মিনিটের মাথায় প্রথমে পিছিয়ে পড়েছিল মহমেডান শিবির। কালিঘাট মিলন সংঘের হয়ে গোল করেন অসিত হেমব্রম। এরপর কিছুটা মরিয়া হয়ে ওঠে সাদা কালো ব্রিগেড। ২০ মিনিটের মাথায় মহমেডানের হয়ে গোল শোধ করেন অভিজিৎ সরকার। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলার সময় নজরে এসেছিলেন। এরপর থেকে সিনিয়রদের ক্লাব ফুটবলে বারবার নিজের ছাপ বজায় রাখছেন এই তরুণ। গত ম্য়াচেও গোল করেছিলেন অভিজিৎ। এর কিছুক্ষণ পরে ফের এগিয়ে যায় মহমেডান। এবার গোল করেন চলতি টুর্নামেন্টে ক্লাবের হয়ে সর্বাধিক গোল করা ডেভিড লালহানসাঙ্গা। আগের ম্য়াচ লাল কার্ড সমস্যায় খেলতে পারেননি। এদিন ফিরেই জোড়া গোল করেন তিনি। ২৬ মিনিটের মাথায় বাঁ পায়ের জোড়ালো শটে গোল করেন ডেভিড। প্রথমার্ধে ৪৫ মিনিটের মাথায় বাঁশি বাজার একদম শেষ লগ্নে আরো একটি গোল করেন ডেভিড। 


দ্বিতীয়ার্ধে ২ দলই একে অপরের ওপর চার তৈরির চেষ্টা করতে থাকে। খেলার ৮১ মিনিটের মাথায় কালিঘাটের ক্লাবটির হয়ে ব্যবধান কমান সুরজিৎ হালদার। কিন্তু তিনি দলের হার আটকাতে পারেননি। 


কাল মোহনবাগানের বিরুদ্ধে নামবে মুম্বই সিটি


রবিবার ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। মুম্বই বধের লক্ষ্যে নামার আগে বাগান শিবিরের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে দিমিত্রি পেত্রাতসের অনুশীলনে নেমে পড়া। চোখের সংক্রমণ সারিয়ে জোরকদমে প্রস্তুতি সেরেছেন পেত্রাতস।


আগের ম্যাচে স্পেনের ডিফেন্ডার হেক্টর ইউস্তে ভরসা জুগিয়েছেন সবুজ-মেরুন রক্ষণকে। গোল পেয়েছেন আক্রমণভাগের দুই স্তম্ভ জেসন কামিংস ও সাদিকু। বাগান কোচ ফেরান্দোও আত্মবিশ্বাসী। তবে সতর্কও। তিনি বলেছেন, 'চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য দল তৈরি করেছে মুম্বই সিটি। আমরা এএফসি কাপের জন্য। দুই দলের কাছেই এই ম্যাচটি ভাল প্রস্তুতি ম্যাচ হতে চলেছে। ওদের দুই উইং বেশ কার্যকরী। বিপিন, ছাংতে, মেহতাব, আকাশদের মতো ভারতীয় ফুটবলারের পাশাপাশি বিদেশি ফুটবলার স্টুয়ার্টও বেশ ভাল। আমরাও পরপর দুটি ম্যাচ খেলে কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত। হাড্ডাহাড্ডি লড়াই হবে। জেতার জন্য যা করার করব। তবে মুম্বই প্রায় দশ দিন বিশ্রাম পেয়ে নামছে, আমরা তিন দিন পেয়েছি।' ডুরান্ড খেললেও মোহনবাগান সুপার জায়ান্টের কোচ ফেরান্দোর চোখ এএফসি কাপে। তিনি বলেছেন, 'এএফসি কাপে ভাল ফল করতে হবে। সে কারণে ডুরান্ডে চোট-আঘাত বাঁচিয়ে খেলা প্রয়োজন। প্রাক মরশুম প্রক্রিয়া চলছে। অনেক নতুন ফুটবলার। বোঝাপড়ায় খানিকটা সময় লাগবে। তবে আগের দুটি ম্যাচে আমরা অনেকটাই গুছিয়ে নিয়েছি। এখনও কিছু জায়গায় উন্নতির দরকার আছে।'