আমদাবাদ: তিন বছর পরে আইপিএলে প্রত্যাবর্তন করেছেন। গুজরাত টাইটান্সের জার্সিতে প্রথম ম্যাচে খেলতে নেমেই ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়েছেন। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছে। এই বিশেষ পারফরম্যান্সের বিশেষ পুরস্কার মোহিত উৎসর্গ করছেন তাঁর প্রয়াত বাবাকে। ২০২০ সালে যখন আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। সেই সময় বাবা বেঁছে ছিলেন। কিন্ত কোভিডের সময়ই নিজের বাবাকে হারান মোহিত। গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পর মহম্মদ শামির সঙ্গে এক সাক্ষাৎকারে মোহিত বলেন, ''বাবা আজ থাকলে খুবই খুশি হতাম। এমন পারফরম্যান্সের সময় নিজের কাছে মানুষগুলো পাশে থাকলে ভাল লাগে। কিন্তু আমার বাবা ক্য়ান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। আজকের পারফরম্যান্স তাই বাবাকেই উৎসর্গ করতে চাই।''


 






২০১৪ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছিলেন মোহিত শর্মা। খেলেছিলেন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপও। কিন্তু ধীরে ধীরে কালের গভীরে হারিয়ে যেতে বসেছিলেন তিনি। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র একটি ম্য়াচ খেলে ৪৫ রান খরচ করার পর বিগত দুই মরসুমে মোহিতকে কোনও ফ্র্যাঞ্চাইজিই নিজেদের দলে নেয়নি। তবে গত মরসুমে গুজরাত টাইটান্স (Gujarat Titans) তাঁকে নেট বোলার হিসাবে দলে নেয়। এ মরসুমে আইপিএলের গতবারের চ্যম্পিয়নদের মূল দলেও সুযোগ পেয়ে যান তিনি।


মোহালির পূর্বঅভিজ্ঞতা


বৃহস্পতিবার, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (PBKS vs GT) তিন বছর পর আইপিএলে মাঠে নামেন মোহিত আর প্রত্যাবর্তন ম্যাচেই বাজিমাত। নির্ধারিত চার ওভারে মাত্র ১৮ রান খরচ করে দুই উইকেট নেন মোহিত। নির্বাচিত হন ম্যাচ সেরা। ম্যাচ শেষে মোহিত জানান তিনি মোহালিতে খেলার পূর্ব অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছেন। তিনি বলেন, 'আমি মোহালিতে তিন বছর খেলেছি। আমার মনে হয়েছিল পিচটা একটু মন্থর গতির হলেও হতে পারে। তাই একইরকম বল না করে, বিভিন্ন বিকল্প ব্যবহার করছিলাম। হার্দিক পাশে থাকায় ভালই হয়েছে। ওর সঙ্গে এই নিয়ে কথাবার্তা বলই সিদ্ধান্ত নিচ্ছিলাম।'


এতদিন পরে প্রত্যাবর্তন ম্যাচে সাফল্যের জন্য দলের পরিবেশ এবং কোচ আশিস নেহরাকে ধন্যবাদ  জানান মোহিত। 'আমি আগেভাগেই নিজের ভূমিকা সম্পর্কে অবগত ছিলাম। জানতাম আমায় ইনিংসের দ্বিতীয়ার্ধেই বল করতে হবে। এই সাফল্যের কৃতিত্বটা কোচের প্রাপ্য। দলের পরিবেশটা ভীষণই ভাল এবং আমাদের এখানে   সবার ভূমিকা ভিন্ন ও খুবই নির্দিষ্ট।'   মত মোহিতের।