কলকাতা: দুই অর্ধে অসংখ্য গোলের সুযোগ নষ্ট। তার পরেও আইএসএলে ঘুরে দাঁড়াল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসি-কে ২-০ গোলে হারাল সবুজ-মেরুন বাহিনি।


কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হার ও আইএসএলের বড় ম্যাচে ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করার পরে এবার মোহনবাগানের প্রতিপক্ষ ছিল হায়দরাবাদ এফসি। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে মোহনবাগান আইএসএলের ১১ ম্যাচে ৬টি জয় পেয়েছিল। তারা ২টি ম্যাচ ড্র করে এবং ৩টি ম্য়াচে পরাজিত হয়। লিগ টেবিলের পাঁচ নম্বরে থেকে শনিবার মাঠে নেমেছিল সবুজ-মেরুন শিবির। অন্যদিকে হায়দরাবাদ এফসি-র চলতি আইএসএল অভিযান কাটছে দুঃস্বপ্নের মতো। তারা নিজেদের প্রথম ১৩টি ম্যাচের একটিতেও জেতেনি। ৪টি ম্যাচ ড্র করলেও হারতে হয় ৯টি ম্যাচ। লিগ টেবিলের একেবারে শেষে থেকে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামে হায়দরাবাদ।


ম্যাচে দাপট দেখা গেল সবুজ-মেরুন ব্রিগেডেরই। আইএসএল-এ চার ম্যাচ পর জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। হায়দরাবাদের বিরুদ্ধে সবুজ-মেরুনের জয় ২-০ গোলে। রেজিস্ট্রেশন হওয়ার পরেই নেমে পড়লেন জনি কাউকো। 


হুয়ান ফেরান্দোর পরিবর্তে আন্তোনিও লোপেজ হাবাস সবুজ মেরুনের কোচ হয়ে আসার পরেই দলের মধ্যে দারুণ একটা ভারসাম্য দেখা যাচ্ছে। দলের রিজার্ভ বেঞ্চকে সাজিয়েছেন হাবাস। এদিনই যেমন অভিষেক সূর্যবংশী ও বাংলার উঠতি ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে নামিয়েও দেখে নিলেন কোচ। 


 






এদিন ম্যাচে ১২ মিনিটের মাথায় অনিরুদ্ধ থাপার গোলে ১-০ এগিয়ে যায় মোহনবাগান। কর্নার থেকে ভাসানো বল হায়দরাবাদের একেবারে গোলমুখে পেয়ে যান অনিরুদ্ধ। বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি তিনি। ৩২ মিনিটে কোচ আমনদীপকে তুলে নিয়ে কিয়ান নাসিরিকে নামান। বিরতির ঠিক আগে, প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করেন জেসন কামিংস। সারা ম্যাচে বিপক্ষ গোল মুখ লক্ষ্য করে ২৮টি শট মেরেছেন মনবীর, কামিন্সরা। তাতেই বোঝা যায় কতটা দাপট ছিল সবুজ-মেরুন বাহিনির।


আরও পড়ুন : Sourav Ganguly: বাড়ি থেকে চুরি গেল সৌরভের লক্ষাধিক টাকার মোবাইল ফোন, পুলিশে অভিযোগ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।