Redmi A3: রেডমি এ৩ ফোন (Redmi Smartphone) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৪ ফেব্রুয়ারি। আর লঞ্চের পর ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই ফোন কেনা যাবে। শাওমির (Xiaomi) এই সাব-ব্র্যান্ডের ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এছাড়াও জানা গিয়েছে, রেডমি এ৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। একটি বাজেট ফোন হিসেবেই রেডমি এ৩ ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং Mi India- র ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। রেডমির এই ফোনে Halo-Design- এর ক্যামেরা মডিউল থাকতে পারে। এই Halo-Design হল বড় আকারের গোলাকার ক্যামেরা মডিউল। সবুজ রঙের শেডে রেডমি এ৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে। ইনবিল্ট ৬ জিবি র‍্যাম থাকতে পারে রেডমির এই ফোনে। এর সঙ্গে ৬ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট থাকারও কথা রয়েছে। বলা হচ্ছে, রেডমি এ৩ ফোনের দাম ৭০০০ টাকা থেকে ৯০০০ টাকার মধ্যে হবে ভারতে। 


রেডমি এ৩ ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন 



  • এই ফোনে ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

  • এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর থাকার কথা রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে রেডমি এ৩ ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন ফিচার থাকতে পারে এই ক্যামেরা সেনসরে। 


রেডমি এ২ ফোনের দাম কেমন ছিল লঞ্চের সময়, দেখে নেওয়া যাক 


রেডমি এ৩ ফোন আসলে লঞ্চ হতে চলেছে রেডমি এ২ ফোনের সাকসেসর মডেল হিসেবে। প্রসঙ্গত উল্লেখ্য, রেডমি এ২ ফোন ভারতে লঞ্চ হয়েছিল ৫৯৯৯ টাকায়। বেস মডেল অর্থাৎ ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ সম্পন্ন ভ্যারিয়েন্টের দাম ছিল এটি। অন্যদিকে ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৬৪৯৯ টাকা। আর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৭৪৯৯ টাকা। 


আরও পড়ুন- মোটো জি০৪ ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? নজর কেড়ে নেবে কোন কোন ফিচার?