কলকাতা: আসন্ন আইএসএলে মাঠে নামতে পারবেন না আশিক কুরুনিয়ান। হাঁটুর চোটে ছিটকে গেলেন এই তরুণ ফুটবলার। মোহনবাগান সুপারজায়ান্টসের জার্সিতে আইএসএলে খেলতে দেখা যাবে না আশিককে। ভারতীয় দলের হয়ে তাইল্যান্ডে কিংস কাপ খেলতে গিয়ে ইরাকের বিরুদ্ধে ম্যাচে হাঁটুর লিগামেন্টে চোট পান সবুজ-মেরুন তারকা। সূত্রের খবর, তাঁর লিগামেন্টের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল মোহনবাগানের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় সারা মরসুমে তাঁকে আর পাওয়া যাবে না। সবুজ মেরুন বাহিনীর ডুরান্ড কাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন আশিক। 


কিছুদিন আগেই ইরাকের বিরুদ্ধে খেলতে নেমে হাঁটুতে চোট পান সবুজ মেরুন তারকার আশিক কুরুনিয়ান। পরে লেবানন ম্যাচেও দেখা যায়নি আর। পরে ক্লাবের হাতে তুলে দেওয়া হয় কুরুনিয়ান। তাই কেরালার এই তারকার ইনজুরির ফলে এবারের আইএসএলের পাশাপাশি এএফসি কাপের ক্ষেত্রে ও যে বড়সড় প্রভাব আসতে চলেছে দলের মধ্যে তা আন্দাজ করাই যায়। কিন্তু প্রশ্ন হল তার বদলে কাকে রাখবেন স্কোয়াডে? এক্ষেত্রে লিস্টন কোলাসোর নাম একাধিকবার উঠে তার একার উপরেই ভরসা রাখতে রাজি নন ফেরেন্দো। আসন্ন আইএসএলে নজরে আসতে পারেন মোহনবাগানের যে যে ফুটবলাররা








আনোয়ার আলি (মোহনবাগান সুপারজায়ান্ট)






 


আশিস রাই (মোহনবাগান সুপারজায়ান্ট)


গত মরশুমে মোট ৫৩টি ক্রস দিয়েছিলেন সতীর্থদের। ১৭টি গোলের সুযোগ তৈরি করেছিলেন। একজন সাইড ব্যাকের এই পরিসংখ্যান দেখে যে কোনও কোচই খুশি হবেন। আক্রমণে যেমন সাহায্য করেন, তেমনই রক্ষণেও নিজের কাজটা খুবই ভাল ভাবে করেন আশিস। বিশেষ করে তাঁর পরিচ্ছন্ন সাইড ট্যাকল প্রশংসার যোগ্য। গত আইএসএলে এতগুলো ম্যাচ খেলেও মাত্র দুটি হলুদ কার্ড দেখেন তিনি। এ বারও সবুজ-মেরুন শিবিরে তাঁকে সম্ভবত একই ভূমিকায় দেখা যাবে। 


অনিরুদ্ধ থাপা (মোহনবাগান সুপারজায়ান্ট)


২৫ বছর বয়সী এই তারকা ইতিমধ্যেই ভারতীয় দলের মাঝমাঠে নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন। দীর্ঘ সাত বছর চেন্নাইন এফসি শিবিরে কাটানোর পর সবুজ-মেরুন শিবিরে এসেও তিনি নিজেকে যথেষ্ট ভাল ভাবে মানিয়ে নিয়েছেন। কোচ হুয়ান ফেরান্দোর স্টাইল অনুযায়ী ক্রমশ মানিয়ে নিচ্ছেন। মোহনবাগানের মাঝমাঠকে এক নতুন মাত্রায় বেঁধে দিয়েছেন তিনি।