কলকাতা: কথায় আছে, ময়দান যেমন কেড়ে নেয়, তেমন ফিরিয়েও দেয়।


সোমবার হয়তো এই আপ্তবাক্যটা মনে করে মাঠ ছাড়লেন জেসন কামিংসও (Jason Cummings)। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার এএফসি কাপের ম্যাচে পেনাল্টি নষ্ট করলেন। মোহনবাগান পয়েন্ট নষ্ট করলে বা ম্যাচ হারলে হয়তো তাঁকে খলনায়ক বানানো হতো। কিন্তু জোড়া গোল করে মোহনবাগানকে জেতালেন সেই কামিংসই।


কামিংসের জোড়া গোলে এএফসি কাপে মাজিয়া এসআরসি-কে ২-১ গোলে হারাল মোহনবাগান (Mohun Bagan)। কিন্তু প্রথমার্ধে একটি পেনাল্টি যে ভাবে হেলায় নষ্ট করেন কামিংস, তাতে ম্যাচ ড্র হলে তিনিই হতে পারতেন খলনায়ক। পেনাল্টির ক্ষেত্রে যে ভয়াবহ ভুল করেছিলেন, সেটার প্রায়শ্চিত্ত করে মোহনবাগানকে তিন পয়েন্ট এনে দিলেন অজ়ি তারকাই। আর ২-১ গোলে এই জয়ের ফলে দ্বিতীয় রাউন্ডের শেষে এএফসি কাপের গ্রুপ ‘ডি’-তে শীর্ষস্থান আরও মজবুত করল মোহনবাগান। 


সোমবার এএফসি কাপের ম্যাচে মাজিয়ার বিরুদ্ধে শুরুটা আহামরি হয়নি মোহনবাগান সুপার জায়ান্টের। তবে ম্যাচের বয়স যত বেড়েছে, ছন্দে ফিরতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড। তারই মধ্যে ২৮ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন জেসন কামিংস। কিছুক্ষণ পরেই পেনাল্টি পায় মোহনবাগান। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ধাঁচে পেনাল্টি নিতে যান কামিংস। পাস দিতে যান। কিন্তু গোল হয়নি। সেই ভুলের পর যেন খেই হারায় মোহনবাগান। প্রথমার্ধের অতিরিক্ত সময় সমতা ফেরায় মাজিয়া।


ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য পুরোটাই মোহনবাগান। আক্রমণের ঝড় তোলে সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু গোল হচ্ছিল না। শেষ পর্যন্ত ৯০ মিনিটের পর সংযুক্ত সময়ে গোল করে মোহনবাগানকে তিন পয়েন্ট এনে দেন কামিংসই।


কিক অফের পর থেকেই আক্রমণ শুরু করে মোহনবাগান। কামিংস এক বার গোলের কাছাকাছি পৌঁছে গেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি। এর পর মাজিয়া দু’বার সুযোগ পেয়েছিল। ফের ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় মোহনবাগান। মলদ্বীপের ক্লাবটির উপর চাপ বজায় রাখে মোহনবাগান


ম্যাচের ৪০ মিনিটের মাথায় সাদিকুকে বক্সে ফেলে দিয়েছিলেন জোসিচ। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। মাজিয়ার ফুটবলারেরা প্রতিবাদ করলেও লাভ হয়নি। কামিংসই পেনাল্টি নিতে এগিয়ে যান। কিন্তু তিনি সরাসরি শটে গোলে বল মারেননি। বরং বাঁ পায়ের টোকায় পাস বাড়িয়ে দেন পেত্রাতোসের উদ্দেশে। গোল করতে পারেননি পেত্রাতোস।


শেষ পর্যন্ত গোল করে দলকে পুরো পয়েন্ট এনে দিয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন কামিংস।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: স্পিনারদের হাতে আফগানিস্তানের বিশ্বকাপ ভাগ্য, তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারবেন রশিদরা?