রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দিনতিনেক নিখোঁজ থাকার পর ডুডুয়া নদীর পার থেকে উদ্ধার হল কিশোরীর বস্তাবন্দী দেহ। গ্রামবাসীদের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রামপঞ্চায়েত এলাকার ওই ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। 


কী জানা গেল?
গত শুক্রবার দুপুরের পর বাড়ি থেকে বেরিয়ে খেলাধুলো করছিল ওই কিশোরী। পুলিশ সূত্রে খবর, একেবারে বাড়ির সামনে থেকেই নিখোঁজ হয়ে যায় সে। সেই ঘটনার ৭২ ঘণ্টা পর খগেনহাট এলাকা থেকে তার দেহ উদ্ধার হয়। খবর এসেছিল, বস্তাবন্দি অবস্থায় একটি দেহ দেখতে পেয়েছেন খগেনহাট এলাকার বাসিন্দারা।  ধূপগুড়ি এবং আলিপুরদুয়ারের ধনিরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বস্তাবন্দি অবস্থায় দেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। তার পরই প্রকাশ্যে আসে বিষয়টি। এর আগে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগে তেতে উঠেছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। থানায় আগুন লাগানো থেকে ইটবৃষ্টি,পাল্টা ইটবৃষ্টি, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ব্যবহারে, যুদ্ধক্ষেত্রের চেহারা গোটা থানা চত্বর। ওই ঘটনা ঘিরে যখন কালিয়াগঞ্জ জ্বলছে, তখনই এলাকা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে, মালদার কালিয়াচকের উজিরপুরে আর এক কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। চাষের জমিতে নাবালিকার দেহ পড়ে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।


নানা ঘটনা....
ওই ঘটনায় প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, মৃত ছাত্রীর বাড়ি মালদা থানা এলাকায়। পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়। পরিবার সূত্রে জানানো হয়েছিল, ঘটনার আগের দিন নাবালিকা ছাত্রীকে ফোন করে কেউ ডেকে পাঠায়। বাবা-মাকে লুকিয়ে বিকেলের দিকে সে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে ফোন করে বলে, কালিয়াচকে এসেছে। পর দিন সকালে ফিরবে। কালিয়াচকে কিশোরীর আত্মীয়ের বাড়ি রয়েছে। পরিবার ভেবেছিল, সে আত্মীয়ের বাড়িতে  গিয়েছিল। এরপর, পর দিন সকালে মৃতদেহ উদ্ধারের খবর পায় পরিবার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। তার মধ্যেই বিজেপি এবং সিপিএমের মহিলা সংগঠন মহিলা সমিতির সদস্যদের বচসা ও ধাক্কাধাক্কি হয়। কিন্তু প্রশ্ন হল, রাজ্যের নানা প্রান্তে কিশোরী নির্যাতন তথা খুনের অভিযোগে রাশ পরানো যাচ্ছে না কেন? কালিয়াগঞ্জ ও কালিয়াচকের পর ধূপগুড়ির ঘটনা ঘিরে ফের সামনে এই প্রশ্ন।


আরও পড়ুন:দিল্লিতে তৃণমূলের ধর্না ঘিরে ধুন্ধুমার, জুতো হারালেন সুজিত ! ফোন হারালেন শান্তনু