হায়দরাবাদ: খাতায়-কলমে অনেক এগিয়ে থাকলেও, হায়দরাবাদ টেস্ট খেলতে নামার আগে বাংলাদেশকে কোনওভাবেই খাটো করে দেখতে নারাজ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, টেস্টে বড় শক্তি হয়ে উঠতেই পারে বাংলাদেশ। তাদের সেই ক্ষমতা আছে।
আজ সাংবাদিক সম্মেলনে বিরাট বলেছেন, ‘বাংলাদেশের দক্ষতা আছে। কিন্তু ওরা দল হিসেবে আত্মবিশ্বাসী হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সংখ্যক টেস্ট ম্যাচ খেলে না। এটা প্রাথমিক বিষয়। প্রচুর একদিনের ম্যাচ খেলে বলেই ভাল দল হয়ে উঠতে পেরেছে বাংলাদেশ। বেশি টেস্ট না খেললে মানসিকতা তৈরি হবে না। আমি নিশ্চিত, বেশি টেস্ট খেললে ভাল দল হয়ে উঠবে বাংলাদেশ।’
বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করে ভারতের অধিনায়ক বলেছেন, তাঁরা বিপক্ষকে মোটেই খাটো করে দেখছেন না। নিউজিল্যান্ড সফরে ভাল পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। বিরাট আরও বলেছেন, বাংলাদেশের আরও বেশি ভারত সফরে আসা উচিত।
হায়দরাবাদ টেস্টে ভারতীয় দল প্রসঙ্গে বিরাট বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ত্রিশতরান করা করুণ নায়ারের বদলে বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্টে খেলবেন অজিঙ্ক রাহানে। চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি রাহানে। তাঁর বদলে খেলার সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স দেখান নায়ার। তবে বিরাট বলেছেন, নায়ারের একটি ইনিংস রাহানের গত দু বছরের ধারাবাহিক পারফরম্যান্সকে ছাপিয়ে যেতে পারে না। তাই ফিট হয়ে যাওয়া রাহানেই দলে থাকবেন।
বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছেন না, করুণ নায়ারের বদলে খেলবেন রাহানে, জানালেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
08 Feb 2017 03:28 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -