নয়াদিল্লি: ভারতের ক্রিকেটপ্রেমীদের অনেকের কাছেই সচিন তেন্ডুলকর ‘ঈশ্বর’। এখন জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের সদস্যদের কাছেও সচিন দেবদূত। কারণ, এই কিংবদন্তী অর্থসাহায্য না করলে বাংলাদেশ সফরে যাওয়াই হত না হুইলচেয়ার ক্রিকেট দলের। অর্থের অভাবে সফর বাতিল হয়ে যেতে বসেছিল। সেই সময় সচিনের কাছে সাহায্যের জন্য আবেদন জানানো হয়। এগিয়ে আসেন তিনি। বাংলাদেশে তিন ম্যাচের সিরিজে ২-০ জয় পেয়ে এই সাহায্যের যোগ্য মর্যাদা দিয়েছেন হুইলচেয়ার ক্রিকেট দলের সদস্যরা।


হুইলচেয়ার ক্রিকেট ইন্ডিয়ার সচিব প্রদীপ রাজ বলেছেন, ‘আমাদের দলের বাংলাদেশ সফরের জন্য সাড়ে ৬ লক্ষ টাকা দরকার ছিল। অনেক চেষ্টা করে মাত্র ২ লক্ষ টাকার স্পনসর পাই। অনেক জায়গায় চেষ্টা করেও এর চেয়ে বেশি টাকা জোগাড় করতে পারিনি। আমি যখন প্যারা-অ্যাথলিট ছিলাম, তখন সচিনের ই-মেল আইডি পেয়েছিলাম। আমি তাঁকে মেল করেছিলাম। এবারও সাহায্য চেয়ে তাঁকে মেল করি। তিনদিনের মধ্যে তাঁর দফতর থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। কয়েকদিনের মধ্যেই তিনি সাড়ে চার লক্ষ টাকা দেন। তিনি সাহায্য না করলে ভারতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করতে হত। সচিনের অর্থসাহায্যে ১৯ জনের বিমানের টিকিট কাটা সম্ভব হয়। এছাড়া বাকি অর্থে প্রত্যেক ক্রিকেটারকে ১০,০০০ টাকা করে দেওয়া সম্ভব হয়। বিজেপি সাংসদ তথা ভোজপুরী ছবির প্রখ্যাত অভিনেতা মনোজ তিওয়ারি প্রত্যেক ক্রিকেটারকে ১০,০০০ টাকা করে দেন। এই প্রথম ভারতের হুইলচেয়ার ক্রিকেট দলের সদস্যরা ২০,০০০ টাকা করে পেলেন।’

প্রদীপ আরও জানিয়েছেন, ‘বাংলাদেশ সফরে তিনটি ম্যাচই হয় ঢাকায়। বৃষ্টির জন্য প্রথম ম্যাচ ভেস্তে যায়। পরের দু’টি ম্যাচই আমরা জিতি। এই নিয়ে দ্বিতীয়বার আমরা আন্তর্জাতিক সিরিজ খেললাম। বাংলাদেশ দলকে দিল্লিতে খেলতে আসার আমন্ত্রণ জানিয়েছি।’