নয়াদিল্লি: শনিবার সন্ধে থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের দলে পড়ে গেলেন মহেন্দ্র সিংহ ধোনির। তাঁর এই ঘোষণায় ক্রিকেটপ্রেমীরা তো বটেই, একসময়ের সতীর্থরাও হতবাক হয়ে গিয়েছেন। তবে প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে তাঁরা একে একে ভবিষ্যৎ জীবনের জন্য ধোনিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

সচিন তেন্ডুলকর ধোনিকে উদ্দেশ্য করে ট্যুইটে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অপরিমেয়। একসঙ্গে ২০১১ বিশ্বকাপ জেতাই আমার জীবনের সেরা মুহূর্ত। দ্বিতীয় ইনিংসের জন্য তোমাকে ও তোমার পরিবারকে শুভেচ্ছা।’

ধোনির অবসরের খবর পেয়ে দু’টি ট্যুইট করেন বীরেন্দ্র সহবাগ। প্রথম ট্যুইটে তিনি লেখেন, ‘ওর মতো একজন খেলোয়াড় পাওয়া অসম্ভব। এমএসের মতো কেউ নেই, কেউ ছিল না, কেউ হবেও না। খেলোয়াড় আসবে-যাবে, কিন্তু ওর মতো শান্ত কেউ হবে না। অনেক ক্রিকেটপ্রেমীর কাছেই পরিবারের লোকের মতো হয়ে উঠেছিল ধোনি। ওঁ ফিনিশায় নমঃ।’

পরের ট্যুইটে সহবাগ লেখেন, ‘ক্রিকেটপ্রেমীরা এই স্বাধীনতা চাননি। অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ। দুর্দান্ত ও একইরকম অনুপ্রেরণামূলক ভবিষ্যতের জন্য শুভকামনা।’

শিখর ধবনের ট্যুইট, ‘অধিনায়ক, নেতা, কিংবদন্তী। দেশের জন্য যা করেছো, তার জন্য ধন্যবাদ মাহি ভাই।’