কটক: অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম ম্যাচে রান না পেলেও, দ্বিতীয় ম্যাচেই চেনা মেজাজে পাওয়া গেল মহেন্দ্র সিংহ ধোনিকে। ২৫ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরে যুবরাজ সিংহকে সঙ্গে নিয়ে ভারতীয় দলকে বড় রানে পৌঁছে দিলেন ধোনি। যুবরাজের ১৫০ রানের পাশাপাশি ধোনি করলেন মূল্যবান ১৩৪ রান। ২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৩৯ রানের পর এই প্রথম শতরান করলেন ধোনি। একদিনের ম্যাচে এটা তাঁর ১০ নম্বর শতরান।
কটকে এদিন অসাধারণ ইনিংস খেলে দলকে ভরসা দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত নজিরও গড়লেন ধোনি। ভারতের মাটিতে একদিনের ম্যাচে তাঁর ৪ হাজার রান হয়ে গেল। সচিন তেন্ডুলকরের পরে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ভারতের মাটিতে একদিনের ম্যাচে ৪ হাজার রান করলেন ধোনি।
সচিনের পর দ্বিতীয়, ভারতে একদিনের ম্যাচে চার হাজার রান ধোনির
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jan 2017 06:32 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -