নয়াদিল্লি: আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে বিশ্বকাপ ক্রিকেট। সব ক্রিকেটারই তার প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু এরই মধ্যে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ছবি আঁকছেন। তিনি কিছুদিন পরে নিজের আঁকা ছবি নিয়ে একটি প্রদর্শনী করার কথাও জানিয়েছেন।



ট্যুইটারে একটি ভিডিওতে ধোনি জানিয়েছেন, ‘আমার ছোটবেলা থেকেই শিল্পী হওয়ার ইচ্ছা ছিল। আমি অনেক ক্রিকেট খেলেছি। তাই এবার ছবি আঁকা শুরু করেছি। কিছুদিন পরে আমার ছবির প্রদর্শনী করব।’ নিজের আঁকা কয়েকটি ছবিও দেখিয়েছেন ধোনি।