নয়াদিল্লি: রিটেনশন পলিসির মাধ্যমে আইপিএলের একাদশ মরশুমের সূচনা হয়েছে। সব কটি দলই তাদের বাজেট ও পছন্দের খেলোয়াড়দের কথা মাথায় রেখে কয়েকজন খেলোয়াড়কে ধরে রেখেছে। এই রিটেনশন পলিসি নিয়ে সবচেয়ে আগ্রহের ব্যাপার ছিল টুর্নামেন্টে কামব্যাক করা দল চেন্নাই সুপার কিংসে কোন কোন খেলোয়াড় ফিরে আসবেন। স্পট ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হওয়ার দু বছর পর টুর্নামেন্টে ফিরছে চেন্নাই।
দলের স্টার পারফর্মারদের ধরে রাখাই চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের চেষ্টা ছিল। ওই খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং ফাফ ডুপ্লেসির মতো ক্রিকেটার। কিন্তু চেন্নাই তিন খেলোয়াড়কে রিটেন করেছে। তাঁরা হলেন ধোনি, রায়না ও জাদেজা।
চেন্নাই তাঁকে ধরে রাখার পর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে ধোনিকে চেন্নাইয়ের এগ্রিমেন্টে সই করতে দেখা যাচ্ছে। ওই সময় ধোনির পাশে রয়েছেন তাঁর মেয়ে জিভা। টেবিলে রাখা হোয়াইটনার নিয়ে খেলছে সে।
মাহি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন। মাঝেমধ্যেই জিভার ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।