নয়াদিল্লি: সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেটের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি হল। আইপিএলে মাহি খেলবেন। তবে নীল জার্সিতে আর দেখা যাবে না তাঁকে।
অবসর ঘোষণার পর ধোনি তাঁর দীর্ঘ সফল কেরিয়ার উদযাপনের মুডে রয়েছেন বলে মনে করা হচ্ছে। নিজেই নিজেকে দিয়েছেন অবসর গ্রহণের উপহার! বাড়িতে এনেছেন পোন্টিয়াক ফায়ারব্র্যান্ড ট্রান্স অ্যাম।
এই নতুন গাড়ি বাড়ির গ্যারাজে ঠাঁই পাওয়ার একটি ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। অন্যান্য বিদেশী ব্র্যান্ডের গাড়ির সঙ্গে গাঢ় লাল রঙের ডুয়াল রেসিং স্ট্রাইপের এই গাড়ি।



১৯৭০ দশকের আমেরিকার এই গাড়ি এদেশে খুবই বিরল। ধোনি যে মডেলটি নিয়ে এসেছেন, তা ১৯৭১ থেকে ১৯৭৩-এর বলে মনে করা হচ্ছে। দুই দরজার এই মাসল কার স্বাধীনতা দিবসে ধোনির বাড়িতে পৌঁছয়। ধোনি ততক্ষণে আসন্ন আইপিএলের জন্য চেন্নাই সুপার কিংসের শিবিরে পৌঁছে গিয়েছিলেন। ওইদিন সন্ধেতেই অবসর ঘোষণা করেছিলেন তিনি।



কত দামে এই লেটেস্ট এডিশনের গাড়ি কেনা হয়েছে তা স্পষ্ট নয়। যদিও ভারতে এ ধরনের গাড়ির দাম নিলামে ৬০ লক্ষের বেশি হতে পারে। এই ট্রান্স অ্যাম ছাড়াও সাক্ষীর শেয়ার করা ভিডিওতে ধোনির গ্যারাজের এক ঝলক দেখা গিয়েছে। এরমধ্যে রয়েছে হামার এইচ২, জিপ গ্যালকন্ড সেরোকি ট্র্যাকহকের পাশাপাশি রোলস-রয়েস সিলভার শ্যাডো সিরিজ ১-এর মতো গাড়ি।
ধোনি মোটরসাইকেল নিয়েও খুব উত্সাহী। তাঁর সংগ্রহে রয়েছে নজরকাড়া বাইক সম্ভার।