অনলাইনে গাড়ি কেনা-বেচা সংস্থায় বিনিয়োগ ধোনির
Web Desk, ABP Ananda | 13 Aug 2019 07:06 PM (IST)
ধোনি এখন ক্রিকেট থেকে অনেক দূরে।
নয়াদিল্লি: অনলাইনে গাড়ি কেনা-বেচা সংক্রান্ত একটি সংস্থায় বিনিয়োগ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডারও হচ্ছেন। ওই সংস্থার ধোনির বিনিয়োগের পরিমাণ অবশ্য জানা যায়নি। ধোনি এখন ক্রিকেট থেকে অনেক দূরে। তিনি জম্মু ও কাশ্মীরে টেরিটোরিয়াল আর্মির সদস্য হিসেবে কর্তব্য পালন করছেন। এরই মধ্যে অবশ্য তাঁর স্ত্রী সাক্ষী সোশ্যাল মিডিয়ায় বাড়িতে আসা নতুন গাড়ির ছবি পোস্ট করেছেন। গাড়ির প্রতি ধোনির ভালবাসা নতুন নয়। তাঁর গ্যারাজে অনেক গাড়ি রয়েছে। এবার গাড়ির ব্যবসাতেও বিনিয়োগ করলেন তিনি।