লাদাখ: কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর এই প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করবে লাদাখ। সূত্রের খবর, ভারতের সদ্যগঠিত নবম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লে শহরে দেশের ৭২তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করবেন মহেন্দ্র সিংহ ধোনি।
জুলাইয়ের ৩০ তারিখ থেকে জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে রয়েছেন দুটি বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ১০ তারিখ লাদাখ যাবেন মাহি। সঙ্গে যাবে তাঁর গোটা ব্যাটেলিয়ন। এক সিনিয়র সেনা অফিসার জানিয়েছেন, “ধোনি ভারতীয় সেনাবাহিনীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি তাঁর দলের জওয়ানদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করছেন এবং মাঝে মধ্যেই সতীর্থ সৈনদের সঙ্গে ফুটবল এবং ভলিবল খেলছেন। তিনি ১৫ অগস্ট পর্যন্ত উপত্যকায় থাকবেন।” যদিও সেই সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল (সাম্মানিক) এমএস ধোনির পতাকা উত্তোলন নিয়ে কোনও কিছুই খোলসা করেনি। তবে লাদাখের কোথায়, কখন পতাকা উত্তোলন অনুষ্ঠানে সামিল হবেন এমএসডি, সে বিষয়েও তিনি কিছু জানাননি।
প্রসঙ্গত, ইংল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকেই ক্রিকেট থেকে নিজের দূরত্ব বাড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সফরে দল ঘোষণার আগেই বিসিসিআইয়ের থেকে ছুটি নিয়ে ভারতীয় সেনার সঙ্গে নজিকে জুরে দিয়েছেন মাহি। ভারতীয় জওয়ানদের সঙ্গে তাঁর কাজ করার আবেদন মেনে নিয়ে সেনার তরফে তাঁকে জম্মু-কাশ্মীরে পাঠানো হয়। জুলাইয়ের শেষ থেকে অগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। তাঁর যাওয়ার কথা রয়েছে সিয়াচেনেও।
অন্যদিকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দিয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। সংসদের উভয় কক্ষেই পাস হয়েছে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল। ৫ অগস্ট ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকেই শৈলশহরে বাড়তি নজর দিয়েছে কেন্দ্র। একই সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তর্জাও। মাঝে মধ্যেই এই বিষয়ে সমঝোতা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশকেই সীমান্তে শান্তি বজায় রাখার জন্য আবেদন করেছে রাষ্ট্রপুঞ্জও।