নয়া দিল্লি : টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে পরিষেবা দেওয়ার জন্য এমএস ধোনি কোনও ভাতা (সাম্মানিক) দাবি করেননি। সংবাদ সংস্থা এএনআই-কে একথা জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।


টিম ইন্ডিয়ার পক্ষে ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে মাহির। তবে এবার আর মাঠে নয়, মেন্টর হিসেবে দেখা যাবে তাঁকে। আসন্ন টি ২০ বিশ্বকাপে মেন্টর হিসেবে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে দেখা যাবে ধোনিকে। মাঠে না থাকলেও চাপের পরিস্থিতিতে অধিনায়ক বিরাট কোহলিকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন মাহি, যা দলের পক্ষে লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। 


আর চ্যাম্পিয়ন্স লাক বরাবরই মাহির সঙ্গেই থেকেছে। ক্যাপ্টেন কুল এবার মেন্টর হিসেবে টিম ইন্ডিয়াকে ফের বিশ্বকাপ দিতে পারবেন কিনা, তার জন্য আগামী নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 


ভারতের টি ২০ ও একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে মেন্টর হিসেবে নিয়োগ প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, আমি এমএসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি।  যখন দুবাইতে ছিলাম, তখন তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি টিম ইন্ডিয়ার মেন্টর হতে রাজি হয়েছেন। তবে তা শুধুমাত্র টি ২০ বিশ্বকাপের জন্যই। আমার অধিনায়ক, সহ অধিনায়ক ও কোচের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সবাই ধোনিকে মেন্টর হিসেবে নেওয়ার ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন।


এ প্রসঙ্গে তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল বলেছেন, 'এটা খুবই ভাল একটা সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আমি সবসময় মনে করি যে একজন ক্রিকেটারের অবসর নেওয়ার তিন-চার বছরের মধ্যে যেন ফের ক্রিকেটের সেট আপে ফিরে আসতে পারে। কিন্তু এটা স্পেশ্যাল কেস। সামনে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট। ধোনির উপস্থিতিতে খুব উপকৃত হবে ভারতীয় দল।'


যদিও এমন সিদ্ধান্তের পিছনে যুক্তি খুঁজে পাননি জাডেজা। তিনি বলেছিলেন, “আমি এই সিদ্ধান্তের কোনও যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাচ্ছি না। আমি স্রেফ ধোনির কথা বলছি না। আমি জানি, জাতীয় দলের ক্ষেত্রে ও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই প্রসঙ্গে যাচ্ছিই না। তবে এটা অনেকটা রাহানের আগে জাডেজাকে পাঠানোর মতো যুক্তিহীন লাগছে।”