এ বছরের শুরু থেকে আইপিএল-এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন ধোনি। তিনি চেন্নাইয়ে গিয়েও অনুশীলন করছিলেন। কিন্তু লকডাউন জারি হওয়ার পর থেকেই তাঁকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এমনকী, সোশ্যাল মিডিয়াতেও, তাঁর ছবি দেখা যাচ্ছিল না। ১৪ ফেব্রুয়ারি থেকে তিনি আর ট্যুইটার ও ইনস্টাগ্রামে কোনও ছবি বা ভিডিও পোস্ট করেননি। দীর্ঘদিন পরে তাঁর নতুন ছবি দেখা গেল।
ধোনি বরাবরই ব্যক্তিগত ও পারিবারিক জীবন সবার আড়ালেই রাখতে পছন্দ করেন। লকডাউনের সময়ও তিনি সেভাবেই একান্তে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এবারের আইপিএল হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা থাকায় তিনি কবে মাঠে ফিরবেন, সেটা বলা যাচ্ছে না। তাঁর অনুরাগীরা অবশ্য তাঁকে মাঠে ফিরতে দেখার অপেক্ষায়।
এক বছর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ধোনি। গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ার পর থেকেই মাঠের বাইরে এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তাঁর কেরিয়ার নিয়ে জল্পনা অব্যাহত। তবে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ম্যানেজার মিহির দিবাকর জানিয়েছেন, ‘বন্ধু হিসেবে আমরা ক্রিকেট নিয়ে কথা বলি না। তবে ওকে দেখে মনে হচ্ছে, ও অবসর নেওয়ার কথা ভাবছে না। ও আইপিএল-এ খেলার বিষয়ে বদ্ধপরিকর। এই প্রতিযোগিতার জন্য ও কঠোর পরিশ্রম করেছিল। আপনাদের মনে থাকতে পারে, লকডাউনের আগে একমাস ও চেন্নাইয়ে ছিল।’