হায়দরাবাদ: বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত করা ৭২ টাকার মদের বোতল রোড রোলার দিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ। এই ঘটনা অন্ধ্র প্রদেশের কৃষ্ণ জেলার মছলিপটনম অঞ্চলের। পুলিশ প্যারেড গ্রাউন্ডে জড়ো করে গুঁড়িয়ে দেওয়া হয় মদের বোতলগুলি।


পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বেআইনিভাবে পাচার করার সময় মদের বোতলগুলি বাজেয়াপ্ত করা হয়। ১৪,১৮৯টি বোতল ভেঙে ফেলা হয়েছে।

কৃষ্ণ জেলার পুলিশ সুপার এম রবীন্দ্রনাথ বাবু জানিয়েছেন, ‘১০টি থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে যত বেআইনি মদের বোতল আটক করা হয়েছিল, সেগুলি সব এক জায়গায় এনে নষ্ট করা হল। বেআইনিভাবে মদ পাচার করার অভিযোগে ৩১২টি মামলা দায়ের করা হয়েছিল। লকডাউন জারি হওয়ার পর অন্য রাজ্যগুলি থেকে আসা বেআইনি মদ বাজেয়াপ্ত করা সংক্রান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপরেই মদের বোতলগুলি ভেঙে ফেলা হল।’