রাঁচি: মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) বাইকপ্রীতির কথা কারও জানা নেই। তাঁর গ্যারাজে শোভা বাড়িয়ে বেশ কয়েকটি চার চাকাও। রাঁচিতে (Ranchi) ধোনির ফার্ম হাউসে হঠাৎ ঢুঁ মেরেছিলেন ভারতীয় দলের ২ প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) ও সুনীল জোশী। আর সেখানে গিয়েই অবাক হয়ে গেলেন ২ জনে। ক্যাপ্টেন কুলের অসংখ্য বাইকের সংগ্রহ ও ভিন্টেজ গাড়ির সংগ্রহের ভিডিও পোস্ট করলেন প্রাক্তন ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ। ছবিও তুললেন ২ জনে মাহির সঙ্গে। নিজের ভিডিও পোস্টের ক্যাপশনে ভেঙ্কটেশ লিখেছেন, ''আমার দেখা অন্যতম গাড়ি পাগল মানুষ। কী অসাধারণ সংগ্রহ ওর গাড়ির। আর মানুষটাও দুর্দান্ত। প্রচুর কিছু অর্জন করেছে ধোনি। মানুষ হিসেবেও দারুণ। রাঁচিতে ওর বাড়িতে গাড়ি ও বাইকের সংগ্রহ দেখলাম। মানুষটার প্য়াশন আছে।''


 






ভিডিওটি করছিলেন ধোনির স্ত্রী সাক্ষী মালিক। তিনি ভিডিওতে প্রশ্ন করছেন প্রথমে প্রসাদকে। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে, "কেমন লাগছে রাঁচিতে প্রথমবার এসে?'' প্রাক্তন ভারতীয় পেসার জবাবে বলেন, "রাঁচিতে আমার প্রথমবার আসা নয়। এই নিয়ে আমি চতুর্থবার এখানে এলাম। কিন্তু ধোনির বাইকের সংগ্রহ ও গ্যারাজ দেখে আমি অবাক। কারও প্যাশন, ভালবাস ও কেউ বাইক নিয়ে এতটা পাগল না হলে এমনটা সম্ভব নয়।'' এরপরই প্রসাদ যোগ করেন, ''এটা তো পুরো বাইকের একটা শো-রুম হতে পারে। আমি অবশ্যই বলব এই কথা।''


উল্লেখ্য, ধোনির সংগ্রহে রয়েছে মোট ৫০টি বাইক। তার মধ্যে আছে হার্লে ডেভিডসন ফ্যাট বয়, কাওয়াসাকি নিঞ্জা, ডুকাটি, ইয়াহামা, সুজুকি হায়াবুসার মত বাইকও। 


যশস্বীতে মুগ্ধ রাঠৌর


দুরন্ত আইপিএলের পর টেস্টেও যশস্বীকে নিজের ফর্ম ধরে রাখতে দেখে বেশ প্রভাবিত হয়েছেন রাঠৌর। তাঁর মতে আগামী ১০ বছর জাতীয় দলের হয়ে খেলতে পারেন যশস্বী। তরুণ ভারতীয় ওপেনারের ইনিংস দেখে মুগ্ধ দলের ব্যাটিং বিক্রম রাঠৌর (Vikram Rathour) বলেন, 'আমি এর আগে নির্বাচকের দায়িত্ব পালন করেছি। আমার মতে যখন কোনও খেলোয়াড়কে দলে নেওয়া হয়, তখন মাথায়া রাখতে হবে সে যেন আগামী ১০ বছর খেলতে পারে। ওর মধ্যে সেই প্রতিভাটা রয়েছ। আমার কাছে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমি ওর সঙ্গে আগে কাজ করিনি। তবে ওর আইপিএলে খেলা স্ট্রোকগুলি দেখলেই বোঝা যায় ও কতটা প্রতিভাবান ব্যাটার। তবে পরিস্থিতি অনুযায়ী ও নিজের খেলার ধরন বদলাতে পেরেছে।'