নয়াদিল্লি:  হেডিংলিতে নির্নায়ক ম্যাচে ভারতকে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিয়েছে একদিনের ইংল্যান্ড। গতকালের ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ২-১ দখল করেছে  ইংল্যান্ড।এভাবে ভারত সিরিজ হারায় হতাশ দলের সমর্থকরা।

কিন্তু এই হতাশার মধ্যেও ভারতীয় দলের সমর্থকদের কাছে আরও একটি  বড়সড় মন খারাপের খবর সামনে আসছে।  ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। আর এ ধরনের একটি ইঙ্গিত এসেছে খোদ ধোনির কাছ থেকেই। গতকাল ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন, ঠিক তখনই ধোনি আম্পায়ারের কাছে গিয়ে ম্যাচ বলটি চেয়ে নেন।



ধোনির এই বল চেয়ে নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জোর জল্পনা শুরু হয়েছে যে, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খারাপ ফর্মের কারণে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ধোনি।

আসলে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের আগেও ধোনি এমনটা করেছিলেন। তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ ড্র হওয়ার পর তিনি আম্পায়ারের কাছ থেকে স্ট্যাম্প চেয়ে নিয়েছিলেন। এরপরই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।

গতকাল আম্পায়ারের কাছ থেকে ধোনির ম্যাচ বল চেয়ে নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের অসংখ্য প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।





গতকালের ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২৫৬ রান করে। শেষের দিকের ওভারগুলিতে ভারতের বড় শটের দরকার ছিল। কিন্তু ধোনির ব্যাটে সেই পরিচিত দাপট দেখা যায়নি। ৬৬ বলে ৪২ রান করে আউট হন তিনি। এর আগের ম্যাচেও তাঁকে ব্যাট হাতে চেনা ছন্দে দেখা যায়নি। তাঁর ঢিমে ব্যাটিংয়ের সমালোচনাও হয়েছিল বিভিন্ন মহলে।